উইকেটে ঘাস, একাদশে তিন পেসার, এক কথায় প্রতিপক্ষের গোটা ইনিংস জুড়ে টেস্টে টাইগার পেসারদের দাপট এমনটা সচরাচর দেশের মাঠে দেখা যায় না। তবে এবার যেন নতুন কিছুই রচনা করলেন টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে পেসারদের আদর্শ উইকেট। এরপর তাদের দাপুটে আক্রমণে প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে রেকর্ডগড়া জয়। তাই তো ম্যাচ শেষে বর্তমান সময়ের টাইগারদের সেরা পেসার তাসকিন আহমেদ বলে বসলেন- এমন উইকেটে তারা আরো খেলতে চান।
সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে এবাদত চার উইকেট নেন, পরেরটিতে সমান শিকার তাসকিনেরও। দুই ইনিংস মিলিয়ে তিন পেসার নিয়েছেন মোট ১৪ উইকেট। পরে গতকাল ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে স্পোর্টিং কন্ডিশন ছিল, ব্যাটিং-বোলিং দুটোতেই সাহায্য ছিল। ভালো লাগছে যে একটা ভালো ব্যবধানে জয় পেয়েছি। দুই বিভাগে দারুণ ক্রিকেট খেলে বড় একটি জয় পেয়েছি আমরা। খুব ভালো লাগছে, এ জয়ে দলের সঙ্গে থাকতে পেরে।’
এ সময় এমন উইকেটে আরো খেলতে পারলে নিজেদের আরো উন্নতি হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে পেস বোলাররা আগের চেয়ে ভালো অবস্থানে আছে। উন্নতি করছে দেখেই এরকম উইকেট করার সাহস হয়েছে। প্রয়োগও করেছি দারুণভাবে। সামনে আরো চাইব- এরকম স্পোর্টিং কন্ডিশনই হোক, তাহলে আমাদের জন্য ভালো হবে ব্যাটিং-বোলিং দুই বিভাগে।’
এদিকে এবাদত এবং তাসকিন দুই পেসারের সামনেই ফাইফার তুলে নেওয়ার সুযোগ ছিল। তবে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নেওয়ার পর স্লো ওভার রেটের জরিমানা থেকে বাঁচতে শেষদিকে এবাদতকে বোলিং করাননি অধিনায়ক লিটন। এছাড়া কেবল ইঞ্জুরি কাটিয়ে এসে প্রথম ইনিংসে বল হাতে কিছুটা ছন্দহীনতায় ভুগছিলেন তাসকিন। তবে দ্বিতীয় ইনিংসে তাসকিনও চার উইকেট নিয়ে পঞ্চম উইকেট শিকার করার খুব কাছে গিয়েও হতাশ হয়েছেন। শেষ অবদি জহির খান রিটায়ার্ড হার্ট হলে আর খেলাই মাঠে গড়ায়নি। অবশ্য তাসকিনের বলই হাতে ব্যথা পান জহির।
তাই ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কর্মীরা তাকে জিজ্ঞেস করেছিলো টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার না পাওয়ায় তার মন খারাপ কিনা? জবাবে তিনি বলেন, ‘না, মন খারাপ না। প্রথম ইনিংসে আমি স্ট্রাগল করছিলাম ইনজুরি থেকে এসেছি। তো আল্লাহর রহমতে দ্বিতীয় ইনিংসে আমার ছন্দ আগের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু। ভালো লাগছে। সবাই দোয়া করবেন সামনে অনেক খেলা আছে, যেন সুস্থ থাকি এবং ভালো করতে পারি।’
এসএ-০২/১৮/২৩ (স্পোর্টস ডেস্ক)