৭ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ, দেখে নিন সূচি

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ম্যাচটি হবে ধর্মশালায়।  মঙ্গলবার ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।

তামিম বাহিনী বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো। ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ খেলবে, মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।

বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালা। প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর আফগানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। এরপর একই ভেন্যুতে আগামী ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তামিম বাহিনী।

ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বাংলাদেশের গন্তব্য চেন্নাই। আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগার বাহিনী। আর স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি ১৯ অক্টোবর পুনেতে। এরপর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই ২৪ অক্টোবর। কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও একই ভেন্যুতে খেলবে সাকিব-তামিমরা।

৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে। আর শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে, ১২ নভেম্বর।

এসএ-০৮/২৭/২৩ (স্পোর্টস ডেস্ক)