এমবাপেকে চায় লিভারপুলও

গত মৌসুমে দলবদলের বাজারে তাকে নিয়ে হয়েছে নাটক। রিয়াল মাদ্রিদের সঙ্গে সবকিছু চূড়ান্ত করেই শেষ পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইয়ে থেকে যান কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত নতুন চুক্তিও করে ফরাসি ক্লাবটি। প্যারিস ছেড়ে এমবাপ্পেও চাচ্ছেন ইউরোপিয়ান কোনো ক্লাবে যোগ দিতে।

কিছুদিন আগে এমবাপ্পে ক্লাবকে জানিয়ে দিয়েছেন, তিনি নতুন চুক্তি করবেন না। আগামী বছর ফ্রি হয়ে যাবেন ফরাসি তারকা। তাই পিএসজিও চাচ্ছে বড় অর্থের বিনিময়ে এমবাপ্পেকে বিক্রি করতে। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে কথাও চলছে। স্প্যানিশ ক্লাবটি ২০০ মিলিয়ন ইউরো দিতে রাজি আছে।

এরই মধ্যে এমবাপ্পেকে পেতে নতুন টোপ দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ফিফা এজেন্ট মার্কো কারদেমিরের তথ্য অনুযায়ী, এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরো দিতে রাজি লিভারপুল। আগামী সপ্তাহে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি।

এসএ-০৮/২৮/২৩ (স্পোর্টস ডেস্ক)