ওয়ানডে বিশ্বকাপের বাকি আর ৯৭ দিন। বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই শুরু হয়েছে সমীকরণ মেলানো। কার হাতে উঠতে যাচ্ছে এবারকার শিরোপা।
শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। ভবিষ্যদ্বাণী চলছে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারী, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও।
সমীকরণ মেলানোর তালিকায় ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি প্রতিবারই নাম লেখান সাবেক ক্রিকেটাররা। ব্যতিক্রম হয়নি এবারও।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলও করেছেন ভবিষ্যদ্বাণী। চার দলের তিনি সম্ভাবনা দেখছেন তিনি সেমি-ফাইনালে খেলার।
গেইলের চোখে আসন্ন বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দল হলো ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সংবাদসংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান ক্যারিবীয় এই তারকা।
গেইল বলেন, ‘এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা প্রবল ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের।’
ভারত-পাকিস্তানের মহারণ নিয়ে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান যখন মুখোমুখি হয়, বিশেষ করে বিশ্বকাপে; তখন রাজস্ব বহুগুণ বেড়ে যায়। এই একটা ম্যাচই আইসিসির পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। সম্প্রচারকারী টিভি চ্যানেলগুলোও অনেক লাভবান হয়। তাই এ ধরনের ম্যাচে পাকিস্তান ও ভারতের খেলোয়াড়দের আরও বেশি টাকা দাবি করা উচিত।’
এসএ-০৪/৩০/২৩ (স্পোর্টস ডেস্ক)