বড় বড় তারকাদের বিরুদ্ধে ধর্ষণ এবং মহিলাদের উপর যৌন হেনস্থার অভিযোগ নতুন কিছু নয়। তবে ক্রীড়াক্ষেত্রে এটা অনেক দেখা গেছে। হালের রোনালদো থেকে শুরু করে রোনালদিনহো, ওয়েন রুনি, গিগস, নেইমার সম্প্রতি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা গঞ্জালো মন্টিয়ালও জড়িয়েছেন এমন কাণ্ডে।
কিন্তু তাই বলে ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সম্পর্ক! এই প্রথম হয়তো গোটা বিশ্বের কাছে এমন তথ্য এসেছে। আর এই ঘটনার সঙ্গে যিনি জড়িত তিনি হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি।
এর আগে তার বিরুদ্ধে ১৩ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। এরপরে ফ্রান্সের তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগের শুনানি শুরু হয়ে। এবার নতুন বিতর্কে জড়ালেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলার। খবর বিবিসি
আরও এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগ এখানেই সীমাবদ্ধ নয়, সেখান থেকে উঠে এসেছে তার বিরুদ্ধে আরও বড় অভিযোগ। যা শুনে সমর্থকরা বেশ চমকে গিয়েছেন। সম্প্রতি জানা যায় তিনি নাকি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন।
ম্যানচেস্টার সিটির তারকা বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে সম্প্রতি একটি অভিযোগ উঠেছে। তিনি নাকি একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। তদন্ত তিনি দোষি প্রমাণিত হয়েছেন। এরপর জানা যায় তিনি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। যদিও মেন্ডি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
সম্প্রতি মেন্ডি এক তরুণীকে হেনস্থা করেন। হেনস্থার সময় তিনি বলেন, কোনও অসুবিধা নেই, আমি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন হেনস্থা করেছি। সেই তরুণী তার বিরুদ্ধে অভিযোগের সময় এই কথাটি বলেন।
এছাড়া মেন্ডির বিরুদ্ধে আরও দুটো অভিযোগ ওঠে। যারমধ্যে একটি হচ্ছে এক মহিলাকে তিনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে মেরেছিলেন। এছাড়া ২৯ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণও করেন।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগে আরও বলা হয় তিনি প্রথমে ২০১৭ সালে বার্সেলোনায় একটি নাইট ক্লাবে মহিলার সঙ্গে খারাপ আচরণ করেন। এরপর তার এক বান্ধবীর সঙ্গেও তিনি ঘনিষ্ঠ হন। এরপর তার সেই বান্ধবী একদিন মেন্ডির বাড়িতে যান, এবং সেখানে গিয়ে স্নান করেন। সেই সময় মেন্ডি তাকে ধর্ষণ করেন।
এরপর ২ বছর পর মেন্ডি পরিচিত এক মহিলাকে তার বাড়িতে ডাকেন। সেখানে সেই মহিলা গেলে মেন্ডি তার ফোন কেড়ে নেন এবং ঘরে আটকে দেন। ফোন ফেরত দেয়া ও ঘর থেকে ছাড়ার শর্ত হিসেবে জানান, মহিলাকে নগ্ন হতে হবে বলে জানান। মহিলাটি তাতে রাজি না হলে মেন্ডি তার ফোন ফেলে দেন। সেই সময় মেন্ডি মহিলাকে বলেন, তুমি খুব লাজুক। আমি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি। তবে মেন্ডি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
এসএইচ-০২/০১/২৩ (স্পোর্টস ডেস্ক)