গত বৃহস্পতিবার পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ পালন করতে জাতীয় দলের ক্রিকেটাররা ছিলেন নিজ এলাকাতে। তবে আজ শনিবার আবারো একসাথে হয়েছেন ক্রিকেটাররা। কেননা আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
আর এদিন ঢাকা ছাড়ার আগে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের থেকে ঈদ সালামি পেয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের পোস্টে একটি ছবি প্রকাশ করেছেন মিডল অর্ডার এই ব্যাটার।
সেখানে ক্যাপশানে তিনি লিখেছেন, ভাইয়ের থেকে প্রথম ঈদ সালামি পেলাম। ছবিতে দেখা গেছে সাকিবের থেকে ১হাজার টাকার একটি নোট পেয়েছেন হৃদয়।
এদিকে আজ চট্টগ্রামে পৌঁছে আগামীকাল থেকেই অনুশীলনে যোগ দেবেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
এসএ-০৭/০১/২৩ (স্পোর্টস ডেস্ক)