ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হবে দুইবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া!
ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া বিশ্বকাপ! বাছাইপর্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুপার সিক্স পর্বের তিনটি ম্যাচই ক্যারিবীয়দের জিততে হতো। এরপর তাকিয়ে থাকতে হতো অন্য দলগুলোর দিকে।
কিন্তু হারারেতে সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। হেরেছে স্কটল্যান্ডের কাছে, যে স্কটল্যান্ড এর আগে কখনোই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি। সেই হারও ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
শনিবার বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ খেলার যোগ্যতা হারায় এক সময়ের শক্তিশালী উইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটিশরা।
জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের ম্যাকমুলেনের নৈপুণ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় স্কটিশরা। ম্যাকমুলেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাটিং করে ১৮১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপের দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন জেসন হোল্ডার। এছাড়া শেপার্ডের ব্যাট থেকে আসে ৩৬ রান। স্কটল্যান্ডের ম্যাকমুলেন নেন ৩২ রানে তিন উইকেট।
১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের জয়ে ব্যাট হাতেও বড় অবদান রাখেন ম্যাকমুলেন। রান তাড়ায় তিনে নেমে ৬৯ রানের ইনিংস খেলে স্কটল্যান্ডের জয়ের নায়ক এই ডানহাতি পেস অলরাউন্ডার।
উল্লেখ্য, ১৯৭৫ এবং ১৯৭৯ ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
এসএইচ-১৮/০১/২৩ (স্পোর্টস ডেস্ক)