‘বিশ্বকাপের সবচেয়ে আবেদনময়ী নারী’র সঙ্গে ইবিজা সৈকতে হল্যান্ড

জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ইতিহাস গড়েছেন আর্লিং হল্যান্ড। ৫২ গোল দিয়ে সিটির আকাঙ্খিত চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জিতিয়েছেন ঐতিহাসিক ‘ট্রেবল’। মৌসুম শেষ করে এখন ছুটি কাটাচ্ছেন নরওয়ের এই ফুটবলার।

ইংলিশ গণমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের ইবিজা সৈকতে অবসর সময় কাটছে হল্যান্ডের। সেখানে তার সঙ্গে দেখা গেছে কাতার বিশ্বকাপের সবচেয়ে আবেদনময়ী নারী খ্যাত ইভানা কেনলকে। নিজ দেশ ক্রোয়েশিয়ার লাল-সাদা ড্রেসে দলকে সমর্থন করে বিশ্বকাপে ব্যাপক আলোচনায় ছিলেন ইভানা।

ইনস্টাগ্রামে ৩৩ লাখ অনুসারী আছে ইভানার। হল্যান্ডের সঙ্গে সৈকতে বসে তোলা ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন ইভানাই। সেই ছবিতে দারুণ প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। মাত্র ১৭ ঘণ্টায় লাইক পড়েছে আড়াই লাখের বেশি।

ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ অনেক। একজন শেয়ার দিয়ে লিখেছেন, ‘হল্যান্ড এখনো, এমনকি ছুটির সময়ও সেরা গোলদাতা।’ আরেকজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘লোকটি (হল্যান্ড) গোল করেই যাচ্ছেন এবং সেটা মাঠ ও মাঠের বাইরে।’

তবে ছবিটি যে ইভানাই হল্যান্ডের সঙ্গে আগ্রহ নিয়ে তুলেছেন সেটি স্পষ্ট করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। তারা দুজনের দেখা হওয়ার ঘটনাকে বর্ণনা করেছে ‘কাকতালীয় ঘটনা’ হিসেবে। তাছাড়া বর্তমানে নরওয়ের নারী ফুটবলার ১৯ বছরের ইসাবেলা জোহানসেনের সঙ্গে প্রেম করছেন হল্যান্ড। চ্যাম্পিয়নস লিগের শিরোপা উদযাপনে হল্যান্ডের সঙ্গে দেখা গিয়েছিল ইসাবেলাকে।

এসএ-০৪/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)