ড্রিবলিংয়ের নতুন রাজা ভিনি

ফুটবলে ড্রিবলিং জানাটা বলা যায় বাধ্যতামূলক! এই অধ্যায়ে যার যত ভালো জানাশোনা, তিনি তত সফল। অন্তত আক্রমণভাগের খেলোয়াড়দের জন্য ড্রিবলিং পাঠ ঠোঁটস্থ থাকা তো চাই। যেখানে গত এক দশকে শাসন ছিল মেসি-রোনালদোদের। তবে গত কয়েক বছরে মেসির সঙ্গে তালিকায় দেখা যাচ্ছে অন্য খেলোয়াড়কেও। এই যেমন সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে সবাইকে ছাড়িয়ে তালিকার এক নম্বরে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ড্রিবলিংয়ে সবচেয়ে সফল ভিনি। ১৫৯টি ড্রিবলিংয়ে তাঁকে আটকাতে পারেননি প্রতিপক্ষের খেলোয়াড়রা। আগের মৌসুমে যেখানে এক নম্বরে ছিলেন নিউক্যাসলে খেলা ফরাসি উইঙ্গার সেইন্ট ম্যাপিমিন। ২৬ বছর বয়সী এ ফুটবলার সেবার বেশ আলোচনায় ছিলেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে নিউক্যাসলের নজরে পড়েন। এর আগে খেলেছেন মোনাকো, নিচের মতো ক্লাবে। তবে ফ্রান্সের জাতীয় দলে এখনও তাঁর সুযোগ হয়নি।

পরপর দুই মৌসুমে (২০১৯-২০ ও ২০২০-২১) ড্রিবলিংয়ে রাজা ছিলেন মেসি। দীর্ঘদিন বার্সায় খেলা এ আর্জেন্টাইন পিএসজিতে দুটি মৌসুম কাটিয়ে এখন ইউরোপের বাহিরে পা রেখেছেন। নতুন মৌসুমে তিনি খেলবেন ইন্টার মায়ামির জার্সিতে। তার আগেরবার এডেন হ্যাজার্ড দেখান ঝলক। ১৭০টি সফল ড্রিবলিং করা এই বেলজিয়াম তারকা রিয়ালে এসে নিভে যান। শেষ পর্যন্ত তাঁকে মাদ্রিদ ছাড়তেই হয়। আর ২০১৭-১৮ মৌসুমে ছিল সেই মেসির দাপট। দুইশর বেশি সফল ড্রিবলিং করা লিওর সেই মৌসুমটি দারুণ কাটে।

এত দিন মেসি হয়তো বাকিদের শ্রেষ্ঠত্বের আসনে বসতে দেননি। তবে বার্সা ছাড়ার পর অন্যদের আনাগোনা শুরু হয়। এরপর এখন তো ইউরোপ ছেড়েই চলে গেছেন তিনি। সেই সুযোগটা কাজে লাগালেন ভিনিসিয়ুস। হয়তো আগামী কয়েক মৌসুমে থাকবে এ ব্রাজিলিয়ানের জয়জয়কার। রিয়াল মাদ্রিদে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। যদিও গত মৌসুমটা দলগতভাবে ভালো যায়নি তাঁর। লস ব্লাঙ্কোসরা বড় দুটি (লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ) শিরোপার কোনোটিই জিততে পারেনি। তবে সব হতাশা ভুলে নতুন মৌসুমে নতুন উদ্যমে ছুটতে তৈরি কার্লো আনচেলত্তির দল। সেই যাত্রায় ভিনির ড্রিবলিংয়ের কৌশলটা আরও নিখুঁত হলে দলটির সাফল্যের পথটা খুঁজে পাওয়া কঠিন হওয়ার কথা নয়।

এসএ-০৭/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)