অশান্ত ফ্রান্সের জন্য আবেগঘন বার্তা এমবাপ্পের

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে ১৭ বছরের এক আলজেরিয়-বংশোদ্ভূত তরুণ নিহত হওয়ার ঘটনায় উত্তাল দেশটি। টানা চতুর্থ রাতের মতো চলছে বিক্ষোভ। সহিংসতা দমাতে গতকাল শুক্রবার ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র গত রাতেই এক হাজার ৩১১ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে সহিংসতায় আহত হয়েছে ২৫০ জন পুলিশ। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সহিংসতা থামিয়ে তিনি শান্তির ডাক দিয়েছেন।

এমবাপ্পে টুইটারে লিখেছেন, ‘ফ্রান্সের সব মানুষের মতো আমরাও কিশোর নাহেলের মৃত্যুতে স্তব্ধ। প্রথমত, তার পরিবারের জন্য আমাদের সমবেদনা। অবশ্যই এ ধরনের অগ্রহণযোগ্য মৃত্যুতে আমরা সংবেদশীল না হয়ে পারি না। এ ঘটনার পর আমরা জনসাধারণের ক্ষোভের প্রকাশ দেখতে পাচ্ছি, যার ভিত্তিও আমরা বুঝতে পারছি। তবে ক্ষোভ প্রকাশের এই ধরনকে আমরা অনুমোদন দিতে পারি না। শ্রমজীবী শ্রেণির আশপাশ থেকে উঠে আসা আমাদের অনেকেই এই বেদনা ও কষ্টের সঙ্গে পরিচিত।’

তবে সহিংসতা কোনো সমাধান নয় উল্লেখ করে সবাইকে শান্ত ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই তরুণ তারকা, ‘সহিংসতা কোনো কিছুই সমাধান করতে পারে না। বিশেষ করে যখন এটা তাদের বিরুদ্ধেই যায়, যারা এটি প্রকাশ করে। তাদের পরিবার, কাছের মানুষ ও স্বজনেরাই ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যা ধ্বংস করছেন, তা আপনাদেরই সম্পদ। তীব্র উদ্বেগপূর্ণ এ পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না। আমাদের নাগরিক বিবেক ডাক দিচ্ছে শান্তির, সচেতনতা ও দায়বদ্ধতার।’

এসএ-০৮/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)