বিশ্বকাপ জেতার পর কী বলেছিলেন মেসি, জানালেন মার্তিনেজ

৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লিওনেল মেসি। তবে গোলবারে ক্ষিপ্রগতির এমিলিয়ানো মার্তিনেজ না থাকলে মেসির জন্য কাজটা অতটা সহজ হতো না। সেই মার্তিনেজ দাবি করেছেন- ভবিষ্যতে লিওনেল মেসির মতো ফুটবলার আর দেখা যাবে না।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারানোর পর গোটা দল যখন এক দিকে উল্লাসে মত্ত তখন লিওনেল মেসি ছুটে গিয়েছিলেন মার্তিনেজের কাছে। বিশ্বকাপের ফাইনালে জেতার পরেও মার্তিনেজকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে মেসিকে। সেই এমিলিয়ানো মার্তিনেজ কলকাতায় এসে বলেছেন, ‘আমি ভাগ্যবান যে মেসির সঙ্গে খেলেছি। ভবিষ্যতে আর কেউ মেসির হবে না।’

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের মতে, মেসিই সেরা। কলকাতায় এসে মিলনমেলা প্রাঙ্গণে একটি আলাপচারিতায় মার্তিনেজ বলেন, ‘মেসি বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। মেসি এক জনই। মার্তিনেজের চোখে ক্রিশ্চিয়ানো রোনালদো শুধুই এক জন ফুটবলার। তার বেশি নয়।’

বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়েছিলেন মার্তিনেজ। ম্যাচ শেষে মেসি তাকে কী বলেছিলেন সেটা জানিয়েছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘মেসি এসে বলেছিল, তুমি আগেও আমাদের জিতিয়েছ। আবার জেতালে। অনেক ধন্যবাদ।’

ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ দিকে ফ্রান্সের কোলো মুয়ানির শট বাঁচিয়ে দিয়েছিলেন মার্তিনেজ। নইলে সেখানেই স্বপ্নভঙ্গ হত মেসিদের। গোল ছেড়ে এগিয়ে এসে পা ছড়িয়ে মার্তিনেজের সেই গোল বাঁচানোর অনেক প্রশংসা হয়েছে। কলকাতায় এসে আর্জেন্টিনার গোলরক্ষক জানিয়েছেন, মোটেই আকস্মিক কোনো ঘটনা ছিল না সেটা। তারা অনুশীলন করেছিলেন। তারই ফল পেয়েছেন।

সামনে বছর কোপা আমেরিকা। দ্বিতীয় বারের জন্য সেই ট্রফি জিততে চান মার্তিনেজ। তার পরে আবার বিশ্বকাপ। মার্তিনেজ বলেন, ‘সামনের বছর কোপা জিততে চাই। তার পরে আবার বিশ্বকাপ জিততে নামব। আমাদের দল খুব ভালো। পরের বারও বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে আমাদের।

এসএইচ-১৯/০৪/২৩ (স্পোর্টস ডেস্ক)