আগামী ২০২৪ সালের মাঝামাঝিতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবলের দায়িত্ব নিতে পারেন বলে আগেই বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গিয়েছিল। সেই গুঞ্জনই এবার সত্য হলো। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি।
আগামী মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তার আগ পর্যন্ত ব্রাজিল দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ফ্লুমিন্সের কোচ ফার্নান্দো দিনিজ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
দীর্ঘ ৬০ বছর পর লাতিন জায়ান্ট ব্রাজিলের দায়িত্ব যাচ্ছে কোনো বিদেশি কোচের হাতে। ১৯৬৫ সালে ব্রাজিলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। যদিও মাত্র এক ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন নুনেজ।
সর্বশেষ কাতার বিশ্বকাপের পর থেকে কোচবিহীন সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যার প্রভাব তাদের মাঠের পারফরম্যান্সেও পড়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি এরপর তিনটি প্রীতি ম্যাচে নেমেছিল। তাদের মধ্যে দুটিতেই হেরেছে তারা। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের অধীনে এসব ম্যাচে মাঠে নেমেছিল সেলেসাওরা। তবে মাঠের এই বিব্রতকর পরিস্থিতি দ্রুতই কোচ নিয়োগের প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেলেসাওদের।
দীর্ঘদিন ধরে ইতালিয়ান কোচ আনচেলত্তির জন্য ধরনা ধরেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রথম দিকে সিবিএফের আহবানে সাড়া না দিলেও, প্রস্তাব ফিরিয়েও দেননি আনচেলত্তি। মূলত রিয়ালের সঙ্গে তিনি ভালোভাবে চুক্তির মেয়াদ শেষ করতে চেয়েছেন। এরপর তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গেছেন সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ। সেই ধারাবাহিকতায় সম্প্রতি আনচেলত্তি ২০২৪ সালের মাঝামাঝিতে ব্রাজিলে যোগদানের কথা জানান।
এসএ-০৪/০৫/২৩ (স্পোর্টস ডেস্ক)