আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

শেষ পর্যন্ত সব গুঞ্জনই সত্যি হলো। অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার বন্দরনগরীর জুবিলি রোডের ‘টাওয়ার ইন’ হোটেলে এক সংবাদ সম্মেলেন এ ঘোষণা দেন তিনি।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে বুধবার অপ্রত্যাশিত হারের পর রাতে আচমকা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এরই মধ্যে উঠে গুঞ্জন, অধিনায়কত্ব ছাড়ছেন তামিম ইকবাল। সেই গুঞ্জনই সত্য হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই বাঁ-হাতি ওপেনার।

এর আগে ২০২২ সালের ১৬ জুলাই হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম। এরপর দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছিলেন।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। এর মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান। আর ৭৮ টি টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পরে রাতে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার দুপুর ১২ টায় হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে দেড়টায় নিয়ে যাওয়া হয়। সেই সংবাদ সম্মেলনে কি বলবেন তামিম তা নিয়ে চলছিল ব্যাপক জল্পনা-কল্পনা। অবশেষে সেই সংবাদ সম্মেলনে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।

সংবাদ সম্মেলনে নির্ধারিত সময়েই এলেন তামিম। এসে বসলেন। চোখ তার টলমল করছে কান্নায়। দেখেই যা বোঝার বোঝা হয়ে গেল তাতে। চরম সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিলেন তামিম। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেই তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে হয়ে থাকল।

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। অবসরের ঘোষণাই দিয়ে বসলেন। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে তামিম সংবাদ সম্মেলনে প্রবেশ করলেন গম্ভীর মুখে। টেবিলের সামনে বসতেই চোখ ফেটে নামল কান্না। এরপরই বোঝা গেল কী বলতে চলেছেন তিনি। বাধ না মানা কান্নার তোড় অনেক কষ্টে ঠেকিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের কঠিন সিদ্ধান্তটি জানিয়ে দিলেন তিনি।

এসএইচ-১০/০৬/২৩ (স্পোর্টস ডেস্ক)