আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খরুচে বোলিং করলেও নতুন এক রেকর্ডে নিজের নাম লেখিয়েছেন সাকিব আল হাসান।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগান ওপেনার গুরবাজকে ফিরিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে ঘরের মাঠে ৪০০ আন্তর্জাতিক উইকেট লাভ করেন এই অলরাউন্ডার।
একইসঙ্গে ঘরের মাঠে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ‘৪০০’ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ‘৪০০’ উইকেট নেওয়া ৯ বোলারের মধ্যে সেরা স্ট্রাইকরেটও সাকিবের।
একইদিনে ওয়ানডে ক্রিকেটে ২৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরেই আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ২৪১ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৩১৩ রান করেন।
২৩৪টি ওয়ানডে খেলে তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারে ব্যাট হাতে ৯টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ১৭২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ৩০২ উইকেট।
এসএ-০৬/০৯/২৩ (স্পোর্টস ডেস্ক)