পিএসজির সঙ্গে নতুন করে কোনো চুক্তি করতে চান না এমবাপ্পে। ইতোমধ্যেই পিএসজিকে এই বিষয়ে চিঠি দিয়তেও অবগত করেছেন ফ্রান্সের অধিনায়ক। তবে বিপত্তিটা বেঁধেছে সেখানেই। এমবাপ্পে চুক্তি নবায়ন করতে না চাওয়ার পরই বেকে বসেছে পিএসজি।
সম্প্রতি পিএসজির ওপর সেই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন এমবাপ্পে। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজিকে বিভেদ সৃষ্টিকারী ক্লাব বলে উল্লেখ করেছেন এমবাপ্পে। গোলডটকমের এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য।
পিএসজিতে খেলেন বলে নিজেকে নিয়ে অনেক ‘গালগল্প’ ছড়ায় জানিয়ে এমবাপ্পে বলেন, আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা একটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব। সুতরাং এখানে অনেক বেশি গল্প ছড়াবে। এটা আমাকে বিরক্ত করে না।
এমবাপ্পে বলেন, পিএসজিতে খেলে তার তেমন লাভ হচ্ছে না। এজন্য জাতীয় দলে তিনি যেমন ধীরে ধীরে বেড়ে উঠেছেন, পিএসজি ‘তে তেমনটি হয়নি।
এমবাপ্পে আরও বলেন, ভক্তরা আমার পারফরম্যান্স খাটো করে দেখে কিনা? হ্যাঁ, করে। কিন্তু এটাতে আমি তাদের দোষ দেই না। প্যারিসে তারা আমাকে প্রতিদিন দেখে, হয় জাতীয় দলে নয়তো পিএসজির হয়ে প্রতি সপ্তাহে। গেল বছরগুলোতে আমি অনেক গোল করেছি। এখানকার ফুটবল ভক্তদের জন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখারই কথা।
ফরাসি অধিনায়ক আরও বলেন, আমি এখনও তরুণ এবং আমারও অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে আমিও একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরও ভালো করতে হবে।’ এমনটা বলা হয়।
এসএ-১২/০৯/২৩ (স্পোর্টস ডেস্ক)