গত এক দশক ঘরের মাটিতে ওয়ানডেতে দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ২০১৪ সালের জুনের পর থেকে শুধুমাত্র ইংল্যান্ডের কাছেই সিরিজ হেরেছে টাইগাররা। তবে এবার আফগানিস্তানের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।
চলমান ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা। আর এমন পারফরম্যান্সে সমালোচনার মুখে পড়েছে টাইগাররা। তবে শুধু দুই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলকে মাপতে রাজি নন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।
সোমবার (১০ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে পোথাস বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি ভুলে গিয়েছি যে আমরা ইংল্যান্ড, ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। আমরা দুটি খেলার মাধ্যমে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করছি। লম্বা সময়ের খেলা বিবেচনায় এনে আমাদের বিচার করা উচিত। মাত্র দুটি খেলা দিয়ে নয়’
বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। তিনি আরও বলেন, ‘আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের জন্য মাপা। এখানে সবাই দ্রুত ফল চায় কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফলে মাপা উচিত।’
এসএ-০৪/১০/২৩ (স্পোর্টস ডেস্ক)