২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ

আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে গত ১১ জুলাই থেকে সেই টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সর্বনিম্ন টিকিটমূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

বিসিবি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজের টিকিটমূল্যের কথা জানায়। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

সিলেটের ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিনহিল এলাকার টিকিটমূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০, ক্লাব হাউসের ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ জুলাই। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর একমাত্র টেস্ট স্বাগতিক বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বড় ব্যবধানে।

এসএইচ-০৬/১২/২৩ (স্পোর্টস ডেস্ক)