মাসসেরা হাসারাঙ্গা, গার্ডনারের রেকর্ড

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। একইসঙ্গে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। এর মধ্য দিয়ে অনন্য এক রেকর্ডে গার্ডনারের নাম উঠেছে। তিনবার এই পুরস্কার জিতে ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

ভিন্ন এক রেকর্ডে নাম লিখিয়ে আইসিসির মাসসেরা হয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কানদের হয়ে রেকর্ড-ভাঙা পারফর্ম করেছেন তিনি। জুনে ম্যাচপ্রতি ১০ গড়ে মোট ২৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা।

টানা তিন ম্যাচে তিনি শিকার করেছেন পাঁচটি করে উইকেট। তিন ম্যাচে তার ঝুলিতে পুরেছেন ১৬ উইকেট। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুসের পর দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে এই কীর্তি শুধুই তার। এমনকি লঙ্কানদের বিশ্বকাপ মঞ্চ নিশ্চিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

মাসসেরা হওয়ার পর এই স্পিনারের মন্তব্য, আমি এই পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর এই পুরস্কার পাওয়াটাও শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। আইসিসি পুরুষদের মাসসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সৌভাগ্যবান এবং সম্মানিত।

অন্যদিকে মেয়েদের অ্যাশেজে মোট ১২ উইকেট নিয়ে স্মরণীয় পারফর্ম করেছিলেন অলরাউন্ডার গার্ডনার। একইসঙ্গে ব্যাট হাতে করেন ৪০ রান। এ কারণেই মাসসেরার পুরস্কার উঠেছে তার ঝুলিতে। এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন অজি এই ক্রিকেটার। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতেও প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিলেন তিনি।

বিশ্বরেকর্ডে নাম তুলার পর উচ্ছ্বসিত এই অলরাউন্ডারের ভাষ্য, যারা আমাকে মাসসেরা আইসিসি মহিলা খেলোয়াড় হওয়ার জন্য ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

এসএ-০৪/১২/২৩ (স্পোর্টস ডেস্ক)