পিএসজিতে বইছে উল্টো বাতাস, যাকে ক্লাবছাড়া করার জন্য পিএসজি সমর্থকেরা বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেছেন, ‘চলে যাও’ স্লোগান দিয়েছেন, সেই নেইমার পিএসজিতে থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে যাকে কেন্দ্র করে ভবিষ্যতের নতুন পরিকল্পনা এঁকেছিল পিএসজি, সেই কিলিয়ান এমবাপ্পেই চলে যাচ্ছেন!
প্রিয় বন্ধু লিওনেল মেসির পথ অনসুরণ করে নেইমারও পিএসজি ছাড়তে যাচ্ছেন বলেই জোর গুঞ্জন উঠেছিল। শুভাকাঙ্ক্ষীদের অনেকে নেইমারকে পরামর্শও দিচ্ছিলেন, কোন ক্লাব তার জন্য উপযুক্ত হবে। তবে পিএসজি লুইস এনরিককে কোচ করায় নেইমারকে নিয়ে এখন উল্টো স্রোত বইতে শুরু করেছে। গুঞ্জনের গতি ঘুরিয়ে দিলেন নেইমার নিজেই।
বার্সেলোনায় তিন বছর কোচ এনরিকের অধীনে খেলেছেন নেইমার। গুরু এনরিকের সঙ্গে তার সম্পর্কটাও ছিল বন্ধুর মতো। সেই প্রিয় কোচ পিএসজির দায়িত্ব নিয়েছেন বলেই কি না, চলে যাওয়ার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে নেইমার থেকে যাওয়ার কথা ভাবছেন। ব্রাজিলিয়ান তারকা নিজেই ইঙ্গিত দিয়েছেন, তিনি পিএসজিতেই থাকতে চান!
একের পর এক বিতর্কে জড়ানো নেইমার এই ইঙ্গিতটা দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া একটা পোস্টে। কী সেই পোস্ট? সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সংযোজিত ‘থ্রেডসে’ তিন শব্দের ছোট্ট একটা পোস্টে নেইমার লিখেছেন, ‘পার্টি সেশন ২৩/২৪। পোস্টের নিচে ফ্রান্সের জাতীয় পতাকা এবং নিজের ব্যক্তিগত বিমানের একটা ইমোজিও দিয়েছেন নেইমার। বোঝাতে চেয়েছেন, পিএসজির হয়ে নতুন মৌসুম (২০২৩-২৪) শুরু করার জন্য শিগগিরই তিনি দেশ ব্রাজিল থেকে ব্যক্তিগত বিমানে চেপে ফ্রান্সে উড়ে আসছেন।
এসএ-০৯/১২/২৩ (স্পোর্টস ডেস্ক)