বার্সেলোনা থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে বিদায় বেলায় মেসির অবস্থা ছিল হাপ ছেড়ে বাঁচার মতো। ফরাসি জায়ান্টদের হিয়ে দুই মৌসুম মোটেও ভালো কাটাননি যে তিনি সেটি বেশ কয়েকবারই অকপটেই স্বীকার করেছিলেন আর্জেন্টাইন তারকা এই ফুটবলার।
পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি দেয়ার মাঝের সময়টাতে বেশ কিছু সাক্ষাৎকারে মেসি সরাসরিই বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে পিএসজিতে খুবই অসন্তুষ্ট ছিলাম, উপভোগ করিনি। শুধু বিশ্বকাপ জেতার মাসটা অসাধারণ কেটেছে, এ ছাড়া বাকি সময়টা আমার জন্য কঠিন ছিল।’
এমন বক্তব্যের পর স্বভাবতই পিএসজি সমর্থকেরা বেশ চটেছিলেন মেসির ওপর। ফ্রান্সের কট্টর সমর্থকেরা কঠোর সমালোচনাও করেছিলেন ক্ষুদে জাদুকরের।
কিন্তু মেসির পক্ষে সাফাই গাইলেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার ডেভিড ত্রেজেগে। ফ্রান্সের জার্সি গায়ে ৭১ ম্যাচ খেলা ত্রেজেগে জিতেছেন ১৯৯৮ এর বিশ্বকাপ। তার গোলেই ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বাদ পেয়েছিল ফরাসিরা। ফরাসি এই তারকার মতে মেসিকে যথার্থ সম্মান করতেই পারেনি পিএসজি।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-কে দেয়া এক সাক্ষাৎকারে ত্রেজেগে বলেন, ‘ফ্রান্স কখনো প্রতিভাবানদের উৎসাহ দিতে পারেনি। মেসি এমন একজন মানুষ, যে আপনাকে সব সময় সেরাটা দেবে। সেটা ফুটবল হোক, ভাবমূর্তি হোক, সম্মানই হোক— সব ক্ষেত্রেই সেরাটা পাবেন মেসির থেকে। ফ্রান্স কখনোই এমন সমৃদ্ধ কোনো ফুটবলার পায়নি। যে কারণে ওর প্রাপ্য মর্যাদা ওকে দিতে পারেনি।’
এর আগে মেসির বক্তব্যের সমর্থনে পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না, মেসি পিএসজি ছাড়ায় কেন অনেকেই খুশি। মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। সে পিএসজি ছাড়ছে, এটা কখনোই ভালো খবর হতে পারে না ক্লাবের জন্য। আমি তো মনে করি, মেসি কখনোই পিএসজিতে তার প্রাপ্য সম্মান পায়নি।’
এসএ-০৪/১৫/২৩ (স্পোর্টস ডেস্ক)