সিলেটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে আফগানিস্তান দল। ম্যাচ হারের দায় হিসেবে অধিনায়ক রশিদ খান দাঁড় করিয়েছিলেন ভেজা মাঠকে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে আসা দলটির প্রধান কোচ জনাথন ট্রটও দোষী করলেন সিলেটের ভেজা মাঠকে। তবে বল শুকনো থাকা অবস্থায় দল ভালো করছিল বলে মত আফগান এই কোচের।
সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘আমরা যখন বোলিং শুরু করেছিলাম। তখন বল শুকনা ছিল। আমরাও ভালো খেলছিলাম। দারুণ বল করছিলাম এবং নিজেদেরকে ম্যাচে ফিরিয়েছিলাম। যেটা ভালো ছিল।’
হেরে গেলেও বাংলাদেশের কৃতিত্ব দিতে ভুল করেননি সাবেক এই ইংলিশ ব্যাটার। তবে এখন সব নজর দ্বিতীয় ম্যাচের দিকে, সে কথাও বলে গেলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের মিডল অর্ডারের দুই ব্যাটার ভালো ইনিংস খেলেছে। তাই তাদেরকে কৃতিত্ব দিতে হবে এবং সবমিলিয়ে এটা একটা ভালো ম্যাচ ছিল। কিন্তু প্রথম ১৫ ওভার ও বাকি ৫ ওভারের মধ্যে কন্ডিশন বহুলাংশে পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা অনেক ক্লোজে গিয়েছিলাম শেষ পর্যন্ত। রোমাঞ্চকর ছিল। সামনের ম্যাচের দিকে তাকাচ্ছি এখন।’
আফগান কোচ মনে করেন দলের খেলোয়াড়রা নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারেনি, ‘আমরা যেভাবে খেলি, সেভাবে খেলতে পারিনি। পাওয়ারপ্লেতে কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমার খেলার টেম্পো অনুযায়ী খেলতে পারিনি। খেলার শুরুতে পিচ যেমন ছিল, একটু ভিন্ন লাগছিল সন্ধ্যার দিকে। এক্ষেত্রে আমরা আরেকটু ভালোভাবে মানিয়ে নিতে পারতাম! তবে আমরা পরে ঘুরে দাঁড়িয়ে ফাইটিং স্কোর সংগ্রহ করেছিলাম। এটা ডিফেন্ড করার মতো ছিল।’
এর আগে, ম্যাচ হেরে আফগান অধিনায়ক রশিদ খান জানান মাঠ ভেজা থাকার কথা। দলের এমন হার নিয়ে এই লেগস্পিনার বলেন, ‘সত্যি বলতে মাঠ অনেক ভেজা ছিল। আমাদের শক্তি-সামর্থ্য ৫০ শতাংশ কমে গেছে ভেজা বলের কারণে। তবু আমরা ভালো বোলিং করেছি। সব মিলিয়ে আমাদের দলের প্রচেষ্টা ছিল দারুণ।’
এসএ-০৮/১৫/২৩ (স্পোর্টস ডেস্ক)