দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজে টাইব্রেকারে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়েছে নেপাল নারী দল।
রোববার বিকেল ৫টায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়। এর আগে, দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।
গত ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের ডিফেন্ডারদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছেন নেপালের ফরোয়ার্ড সাবিত্রা ভাণ্ডারী।
চতুর্থ মিনিটেই গোলের দেখা পেতে পারতো বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের ডি বক্সের বাইরে থেকে নেয়া ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলেও এসেছিল গোলের সুযোগ। প্রতিপক্ষের খেলোয়াড়রা জটলার ভেতর বল ক্লিয়ারের সময় রেফারি অফসাইডের বাঁশি বাজান।
এরপর ১৫ মিনিটের মাথায় নেপালের আনিতা বাসনেত বাংলাদেশের ডি বক্সে ঢুকলেও অফসাইডের ফাঁদে পড়েন। মিনিট আটেক পর প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করেন স্বাগতিকদের ডিফেন্ডার আফিদা খন্দকার।
খেলার ২৯ মিনিটে হাতছাড়া হয় বাংলাদেশের লিড পাওয়ার সুবর্ণ সুযোগ। ডি বক্সের সামনে তহুরা খাতুনের পাসে বল পান সানজিদা। প্লেসিং শটে সানজিদা অনায়াসেই পারতেন বল জালে জড়াতে। কিন্তু, ব্যাক হিল করতে গিয়ে করে বসেন গড়বড়।
মারিয়া মান্দার সামনেও এসেছিল গোলের সুযোগ। ৩৬ মিনিটে বল নিয়ে বেশ খানিকটা এগিয়ে ডি বক্সে ঢুকেও পড়েছিলেন তিনি। তবে তাকে শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন অমৃতা জাইসি। বল চলে যায় গোল লাইনের বাইরে। ৪৪ মিনিটে সাবিত্রা ভান্ডারির শট সেভ করে স্বাগতিকদের জাল অক্ষত রাখেন রূপনা চাকমা। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান লিটু। তহুরার বদলে মাতসুশিমা সুমাইয়া, সানজিদার জায়গায় শাহেদা আক্তার রিপা ও কৃষ্ণা রানী সরকারের পরিবর্তে ঋতুপর্ণা চাকমা মাঠে নামেন।
ম্যাচের ৫৯ মিনিটে ঋতুপর্ণা বাঁ প্রান্ত দিয়ে ডি বক্সে প্রবেশ করলেও ব্যর্থ হন সময় মতো রিপার দিকে কাট ব্যাকে। ৭২ মিনিটে সাবিত্রার ক্রস রূপনা ধরতে সক্ষম হন। ১০ মিনিট পর সেই সাবিত্রার নেয়া দূরপাল্লার ফ্রি কিক খানিকটা লাফিয়ে বাংলাদেশি গোলরক্ষক বল গ্লাভসে লুফে নেন।
এরপর, টাইব্রেকারে পাঁচ শটে নেপাল গোল করেছে চারটি। বাংলাদেশ করেছে মাত্র দু’টি। ফলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় নেপাল। সফরকারী দলটির ট্রফি জয়ের নায়ক তাদের গোলরক্ষক রানা মাগার। ইনজুরি সময়ে মাঠে নেমেছিলেন তিনি।
নেপালের হয়ে প্রথম শট নেন সাবিত্রা ভাণ্ডারি আর বাংলাদেশের হয়ে ১ম শটেই লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার সিনিয়র। দ্বিতীয় শটে নেপালের হীরা কুমারী বল জালে জড়ালেও বাংলাদেশের হয়ে ২য় শত নেয়া শিউলি আজিমের শট প্রতিহত করেন নেপালের বদলি গোলরক্ষক অঞ্জনা রানা মাগার। এরপর নেপালের হয়ে ৩য় শট নেন গোলরক্ষক অঞ্জনা, বল বা দিকের বারে লেগে ফিরলে বাংলাদেশের জয়ের আশা টিকে থাকে। পরে মারিয়া মান্দার শট ঝাঁপিয়ে পড়ে সেভ করেন নেপালি গোলরক্ষক।
চতুর্থ শটে দীপা শাহী ও মনিকা চাকমা নিশানাভেদ করেন। শেষ শটে আনিতা কেসি বল জালে প্রবেশ করলে জয়ের আনন্দে মাতে নেপাল।
এসএইচ-০৬/১৬/২৩ (স্পোর্টস ডেস্ক)