আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ বাংলাদেশের

বল হাতে আফগানিস্তানকে ধরাশায়ী করার পর ব্যাট হাতে দারুণ নৈপুণ্যে দেখিয়েছে টাইগাররা। শেষ টি-টোয়েন্টিতে রশিদ খানের দল বধ হয়েছে ৬ উইকেটের ব্যবধানে। তাতে আফগানদের বিপক্ষে এ সংস্করণে প্রথমবার সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে আফগানরা। ডিএলএস পদ্ধতিতে টাইগারদের টার্গেট গিয়ে দাঁড়ায় ১১৯ রান। কারণ ৭.২ ওভারে ম্যাচে বৃষ্টি হানা দেয়ার পর দেড় ঘণ্টা খেলা বন্ধ ছিল। এরপর ৩ ওভার কমিয়ে খেলা ১৭ ওভার নির্ধারণ করা হয়।

বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১১৯ রানের টার্গেট দেয় আফগানিস্তান। বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের পরিবর্তে ১৭ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট লাভ করেন তাসকিন।

বল হাতে বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দেন তাসকিন। গুরবাজ এবং জাজাইকে প্যাভিলিয়নে ফিরিয়ে আফগানিস্তানকে চাপে ফেলেন তাসকিন। টাইগার এই পেসারের দুর্দান্ত বোলিংয়ের পরই সিলেটে হানা দেয় বৃষ্টি।

প্রায় পৌনে এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ৩ ওভার কমিয়ে পুনরায় মাঠে গড়ায় ম্যাচ। বৃষ্টির পর খেলা শুরু হলে দ্বিতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। মোহাম্মদ নবিকে আউট সাইড এজ বানিয়ে আউট করেন মুস্তাফিজ। এরপর জোড়া আঘাত হানেন সাকিব। ইব্রাহীম জাদরানের পর নাজিবউল্লাহ জাদরানকেও ফেরান তিনি।

শেষ ওভারে বোলিংয়ে এসে করিম জানাতকে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। শেষ পর্যন্ত রশিদ খান ৬ ও মুজিবউর রহমান ১ রান করে অপরাজিত থাকে।

এসএইচ-১৩/১৬/২৩ (স্পোর্টস ডেস্ক)