সৌদি আরবের পথে আরও দুই ব্রাজিলিয়ান

বড় ধরণের পরিকল্পনা নিয়েই ট্রান্সফার মার্কেটে নেমেছে সৌদি আরবের ক্লাবগুলো। বয়স্ক খেলোয়াড়দের পাশাপাশি এবার ত্রিশের কোঠায় থাকা অনেককেই দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ক্লাবগুলো। ইউরোপিয়ান ফুটবলের নামী দুই ব্রাজিলিয়ানের দিকে এবার হাত বাড়িয়েছে দুই সৌদি ক্লাব।

সৌদি প্রো লীগের ক্লাব আল ইত্তিহাদের রাডারে আছেন দুই লিভারপুল তারকা ফ্যাবিনহো এবং জর্ডান হেন্ডারসন। দুজনের মধ্যে ফাবিনহোর সাথে চুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। এমনকি লিভারপুলের প্রাক মৌসুমের দলেও রাখা হয়নি এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। তার দলে না থাকায় এই দলবদলের গুঞ্জন আরও জোরালো হলো। গুঞ্জন আছে, ২৯ বছর বয়েসী এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ৪০ মিলিয়ন ইউরোর বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আল-ইত্তিহাদ।

তবে শুধু ফাবিনহো না, লিভারপুলের নিয়মিত অধিনায়ক জর্ডান হেন্ডারসনের দিকেও নজর আছে এই ক্লাবটির। লিভারপুলের ইংলিশ অধিনায়কের জন্য ২০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে তারা।

কদিন আগেই আল-ইত্তিহাসদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ড। দলবদলের বাজারে তাই নিজের সাবেক ক্লাবের খেলোয়াড়দেরই প্রাধান্য দিচ্ছেন তিনি।

অন্যদিকে আরেক ব্রাজিলিয়ান অ্যালেক্স টেলেসকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যানচেস্টার ইউনাইটেডে পর্যাপ্ত সময় না পেয়ে ধারে সেভিয়ায় খেলতে গিয়েছিলেন টেলেস। এবার সেই লেফট ব্যাককে নিজেদের ডেরায় ভেড়াতে চায় আল-নাসর।

যদিও কদিন আগেই, আল নাসরকে খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ক্লাবের কর্তারা অবশ্য জরিমানা প্রদানের মাধ্যমে নিষেধাজ্ঞা কাটিয়ে নিতে ইচ্ছুক। সে কারণেই হয়ত, এখন পর্যন্ত দলবদলের বাজারে নিজেদের ব্যস্ত রেখেছে তারা।

ফাবিনহো এবং অ্যালেক্স টেলেসের আগে সৌদি ক্লাবে নাম লিখিয়েছেন লিভারপুলের সাবেক ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ফ্রি এজেন্টে তাকে দলে ভিড়িয়েছিল আল-আহলি ফুটবল ক্লাব।

এসএ-০৩/১৬/২৩ (স্পোর্টস ডেস্ক)