যে কারণে সিটি ছেড়ে বার্সায় গুনদোয়ান

২০১৬ সালে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ইলকায় গুনদোয়ান। আস্তে আস্তে দলের ভরসার জায়গা হয়ে ওঠেন তিনি। ২০২২-২৩ মৌসুমে অধিনায়ক হিসেবে সিটিকে জেতান ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

তবে সিটির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ট্রেবল জিতেও দলটিতে থাকলেন না এই জার্মান। সিটি কোচ পেপ গার্দিওলা খুব করে চেয়েছিলেন যেন থেকে যান গুনদোয়ান। তবে স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য অন্য সকল আহ্বান উপেক্ষা করেন তিনি। মূলত, বার্সার তরুণ কয়েকজন গাভি, পেদ্রি এবং আনসু ফাতির মতো খেলোয়াড়দের সাহায্য করতেই কালালুনিয়ার ক্লাবটিতে এসেছেন তিনি। এই তরুণরা যাতে তাদের সামর্থ্যের সবটুকু মাঠে দিতে পারে। প্রতিবেদন জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম গোল ডটকমের।

বার্সেলোনায় পৌঁছে গুনদোয়ান বলেন, ‘এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার মনে আছে, ছোটবেলায় পেপ (গার্দিওলা এবং (ফ্রাঙ্ক) রাইকার্ডের অধীন বার্সার খেলা দেখতাম। তখন থেকেই প্রতি মৌসুমেই আমি ক্লাবটির খেলা দেখতাম। অবশ্যই, কয়েকবার আমি এখানে এসেছি, এখানকার স্টেডিয়ামে। আমি এখানে খেলেছি এবং দর্শক হিসেবেও এসেছি। এখন আমি গর্ববোধ করি এবং আমি খুশি এই ক্লাবের অংশ হতে পেরে।’

জার্মান এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমি দারুণ খেলা আশা করি। আমি মনে করি, দলে অনেক প্রতিভাবান আছে। আমাদের এই দলটি খুবই তরুণ এবং আমার আশা যে আমি আমার অভিজ্ঞতা দিয়ে তরুণ খেলোয়াড়দের আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারব। এখানে প্রতিভা আছে, আমাদের শুধু পরবর্তী মৌসুমে এটি দেখাতে হবে। এই কারণেই আমি এখানে এসেছি, যোগ দিয়েছি। অনুপ্রেরণা ও ত্যাগে পূর্ণ আমি।’

প্রসঙ্গত, দুই মৌসুমের চুক্তিতে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে গত মাসে তাকে দলে টানে বার্সেলোনা। তবে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে। তার বাইআউট ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার সিটির হয়ে ৩০৪ ম্যাচ খেলেছেন গুনদোয়ান। নামের পাশে যোগ হয়েছে ৬০ গোল। ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগের শিরোপাসহ মোট ট্রফি জিতেছেন ১৪টি।

এসএ-০৬/১৬/২৩ (স্পোর্টস ডেস্ক)