জামালদের প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষায় বাফুফে

আসন্ন সেপ্টেম্বরে বাংলাদেশের ফুটবলে ব্যস্ততা অনেক। ওই সময় সিনিয়র জাতীয় দল ও অ-২৩ দলের একাধিক টুর্নামেন্ট রয়েছে। এর আগে ফিফা প্রীতি ম্যাচে জাতীয় দলের প্রতিপক্ষ কারা হবে সেটি জানতে চলতি মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আগামী ২৭ জুলাই ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ড্র ঘোষণা করবে।

জাতীয় দল কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘সেপ্টেম্বরে আমরা দুটি প্রীতি ম্যাচ খেলব একটি দলের বিপক্ষে। সেই দলটি কারা হবে, সেটা নির্ভর করছে ২৭ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ের ওপর।’

বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ের জন্য অপেক্ষা করার কারণও ব্যাখ্যা করেছেন এই কর্মকর্তা, ‘বিশ্বকাপ বাছাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে যার সঙ্গে খেলা পড়বে তাদের সঙ্গে খেলতে পারব না। তাই ড্রয়ের পরই দল চূড়ান্ত হবে।’

জাতীয় দল কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই বিকেলে। এ সম্পর্কে নাবিল বলেন, ‘ওইদিন সকালে আমরা প্রতিপক্ষ জানব। বিকেলে আলোচনা করব প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ের ভালো প্রস্তুতির জন্য আমরা শক্তিশালী প্রতিপক্ষ নেওয়ারই চেষ্টা করব।’

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। দুই ম্যাচের সম্ভাব্য ভেন্যু সিলেট। তবে ভেন্যু নিয়ে আপত্তি আছে কোচের। বিষয়টি সমাধানে বাফুফে চেষ্টা করছে বলে মন্তব্য নাবিলের, ‘আমরা মাঠের উন্নতি করার চেষ্টা করব।’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর জন্য ২০ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ওই ক্যাম্পে আবাহনী ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা থাকতে পারছেন না, ‘শুরুর দিকে তারা থাকতে পারবে না, কারণ এএফসি কাপের খেলা রয়েছে। পরবর্তীতে তারা ক্যাম্পে যোগ দেবে’, যোগ করেন নাবিল।

এসএ-১০/১৭/২৩ (স্পোর্টস ডেস্ক)