ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজের শুরুটা জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী দল। তাই নিগার সুলতানা জ্যোতিদের সামনে এবার সুযোগ এসেছে ওয়ানডে সিরিজ জয়ের। সেই লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে জ্যোতির দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
ম্যাচ শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে লতা মন্ডল জানিয়েছেন, ভারতের চেয়ে এগিয়ে থেকেই দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আসলে দেখেন উপরে বা নিচের বিষয় না। ইন্ডিয়া তো অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। তো এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের ওপর। যেহেতু শেষ টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে আমরা জিতেছি তো স্বাভাবিকভাবেই আমরা ভালো করছি বিধায় ভালো হয়েছে। ওদের থেকে ভালো ক্রিকেট খেলতেছি।’
ব্যাটার লতা চান সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে, ‘সিরিজ জিততে কে না চায়? আমরা আমাদের ভালো ক্রিকেট খেলব, আমাদের মতোই খেলবো। আসলে ভালো খেললে, রেজাল্ট আমাদের দিকেই আসবে। আমরা চেষ্টা করব, আমাদের সেরা ক্রিকেট খেলতে। যেহেতু আমাদের হোম গ্রাউন্ড।’
গত ম্যাচে দলীয় সাফল্য আসলেও ব্যাটিংয়ে বাংলাদেশের দুর্বলতা চোখে পড়ার মতো। লতা বলছেন ব্যাটিংয়ে উন্নতি করতে কাজ করছেন তারা, ‘শুরু থেকেই ব্যাটিং স্কিল নিয়ে আমরা অনেক কাজ করছি। আর কাজ করছি বিধায় ভালো হচ্ছে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করলে আমাদের জন্য ভালো।’
এসএ-০৪/১৮/২৩ (স্পোর্টস ডেস্ক)