র‍্যাঙ্কিং উন্নতি সাকিব, নাসুম ও লিটনের পেছালেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান এবং নাসুম আহমেদ। যার ফল পেলেন আইসিসি বোলিং র‍্যাঙ্কিংয়ে। আর ব্যাটিংয়ের জন্য র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস।

আইসিসি বুধবার তাদের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। আর ১৭ ধাপ উন্নতি হয়েছে নাসুম আহমেদের। তার বোলিং র‍্যাঙ্কিং ৩৩তম।

এই দুই টাইগার ক্রিকেটারের পাশাপাশি বোলিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট পেয়েছিলেন তাসকিন। যার সুবাদে তিন ধাপ এগিয়েছেন এই পেসার। তার বর্তমান বোলিং র‍্যাঙ্কিং ৩২।

৭১৩ রেটিং নিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। সেরা দশে পরিবর্তন একটি। ৬ নম্বর থেকে ৭-এ নেমেছেন ফজলহক ফারুকি। তার জায়গা নিয়েছেন অ্যাডাম জ্যাম্পা।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাস। ২১ থেকে ১৮ নম্বরে উঠে এসেছেন টাইগার এই ব্যাটসম্যান। তবে ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে কোনো পরিবর্তন নেই। সবার ওপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যেও কোন পরিবর্তন আসেনি র‍্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব আল হাসান।

তবে টেস্ট র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে দশ নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। আর ১৭১ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে ঢুঁকে ৭৩ স্থানে উঠেছেন জয়সওয়াল। আর টেস্টে বোলিং র‍্যাঙ্কিং আসেনি কোন পরিবর্তন।

এসএইচ-০৬/১৯/২৩ (স্পোর্টস ডেস্ক)