সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলতে নেমেছিলো বাংলাদেশ নারী দল। তবে প্রথম ম্যাচের মত দাপুটে বাংলাদেশকে এদিন খুঁজে পাওয়া যায়নি। ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানেই ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে।
বুধবার মিরপুরের হোম অফ ক্রিকেটে ভারতীয় নারী দলের কাছে এদিন ১০৮ রানের বড় ব্যবধানে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আর এই জয়ের ফলে সিরিজে টিকে থাকল ভারতীয় মেয়েরা। তবে এমন হারের জন্য শুরুতে বোলিং খারাপের কথা জানালেন নাহিদা আক্তার।
ম্যাচ হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে নাহিদা বলেন, ‘আমাদের ওই রকম কোনো চাপ নেই। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছিলাম। আমাদের এক কথাই ছিল- গত ম্যাচ যেভাবে খেলেছি, এই ম্যাচও সেভাবে খেলবো। আজকে আমাদের বোলিংটা একটু খারাপ হয়েছে। যার কারণে, (ভারতের) স্কোরটা একটু বড় হয়েছে।’
আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হয় আলাদা উইকেটে। যে কারণে আগের ম্যাচের তুলনায় বড় স্কোর দাঁড় করায় ভারতের মেয়েরা। তবে কি উইকেটের কারণে কোনো তফাত। নাহিদা বলেন, ‘আজকের উইকেট একটু ভালো ছিল। আমরা ফল ডাউন করেছি, তাই হেরেছি। যেহেতু আমাদের বোলিংটা শক্তিশালী, তাই ওভাবে আমাদের পরিকল্পনা করা ছিল। আমরা যদি গত ম্যাচের চেয়ে আরেকটু ভালো বল করি, তাহলে হয়তো আমাদের জন্য হয়তো আরেকটু ভালো হবে, আমাদের জন্য সুবিধার হবে।’
দলের ব্যাটারদের নিয়ে আফসোসের কথা বলে নাহিদা জানান, ‘আমরা যারা মিডল অর্ডারে ব্যাট করি, আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে নিতে পারছি না। এর জন্য শেষের দিকে আমাদের এতগুলো উইকেট পড়ছে। কোচরা আমাদের নিয়ে কাজ করছেন, আমরা শতভাগ দিতে পারছি না। এটা আমাদের ঘাটতি। ’
‘পিংকি আপু আর রিতু আপু যখন ব্যাটিং করছিল, মোমেন্টামটা আমাদের ফেভারে আসছিল। কিন্তু আমরা যারা মিডল অর্ডারে ব্যাট করেছি, আমি বা রাবেয়া- যারা শেষের দিকে ব্যাটিং করেছি, দায়িত্ব নিতে পারিনি। যার ফলে রান বড় করতে পারিনি।’-যোগ করেন নাহিদা।
এসএ-০৫/১৯/২৩ (স্পোর্টস ডেস্ক)