আদৌ কি শাস্তি পাবেন হারমানপ্রীত?

বাংলায় একটা জনপ্রিয় লোককথা রয়েছে, ‘কৃষ্ণ করলেই লীলা, আমি করলেই বিলা’। আইসিসি এই কথাটি অক্ষরে অক্ষরে পালন করে ভারতের ক্রিকেট আর তাদের ক্রিকেটারদের প্রতি। প্রতিপক্ষ যেখানে লঘু পাপে গুরু শাস্তি পায়, সেখানে ভারতের বেলায় দৃশ্যপট পুরোটাই বিপরীত।

এই যে শনিবার (২২ জুলাই) ভারত বনাম বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটির কথাই ধরা যাক না। সেই ম্যাচে আউট হয়ে মাঠেই দৃষ্টিকটু আচরণ করেন ভারত দলপতি হারমনপ্রীত কৌর। ভাঙেন আইসিসির আচরণবিধি।

সিরিজের শেষ ম্যাচে লেগ বিফোর আউটের সিদ্ধান্ত দেওয়ার পর তিনি অশোভন ও দৃষ্টিকটু আচরণ করেন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদের প্রতি।

প্রথমে আম্পায়ারের দিকে রাগান্বিত ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর রাগ চেপে রাখতে না পেরে সজোরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারত দলপতি। মাঠ ছাড়ার সময়ও আম্পায়ারের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় তাকে।

ক্রিকেটের আচরণবিধি অনুযায়ী, মাঠে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে বা কোনো ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেই মোতাবেক ভারত দলপতির এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ।

আচরণবিধি ভঙ্গের এই অভিযোগ মূলত আনেন অনফিল্ড আম্পায়ার অথবা ম্যাচ রেফারি কিংবা থার্ড আম্পায়ার। ম্যাচ শেষ হওয়ার কিছু সময়ের ভেতরই এই অভিযোগ এনে শাস্তির ঘোষণা দেওয়া হয়।

কিন্তু ম্যাচ শেষ হয়ে ভারত দল দেশে ফিরে গেলেও এখন পর্যন্ত আনা হয়নি ভারত দলপতির বিরুদ্ধে কোনো অভিযোগ। ভারত বলেই কি তাদের সমীহ করে গেলেন আম্পায়াররাও? প্রশ্নটি তোলাই রইল।

এসএ-০৫/২৩/২৩ (স্পোর্টস ডেস্ক)