প্রথম দুই ম্যাচ অলরাউন্ড নৈপুণ্য দেখালেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় ম্যাচে সাকিব আল হাসান ছিলেন নিজের ছায়া হয়ে। তবে এক ম্যাচ বাদেই স্বরূপে ফিরলেন তিনি। কিন্তু বাঁ-হাতি এই অলরাউন্ডারের স্বরূপে ফেরার দিনে প্রথম হারের স্বাদ পেয়েছে তার দল মন্ট্রিল টাইগার্স।
ব্রামটন উলভসের বিপক্ষে লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ১৫ রানে হেরেছে সাকিবের মন্ট্রিল। চলতি লিগে হ্যাট্রিক জয়ের পর প্রথম হারের দেখা পেলো টেবিলের শীর্ষে থাকা দলটি।
দল হারলেও এদিন ব্যাট ও বল দুই বিভাগেই সফল ছিলেন সাকিব আল হাসান। বল হাতে চার ওভার হাত ঘুরিয়ে তিনি দিয়েছেন ২৫ রান। বিনিময়ে ঝুলিতে পুরেছেন এক উইকেট।
ব্যাট হাতে বাঁ-হাতি এই ব্যাটার খেলেন ২১ বলে ২৮ রানের ইনিংস।
আগে ব্যাট করে কলিন ডি গ্র্যান্ডহোমের ৫৬, উসমান খানের ৩৩ ও মার্ক চ্যাপম্যানের ২১ রানের সুবাদে সবগুলো উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে উলভস। মনন্ট্রিলের হয়ে চারটি করে উইকেট নেন কার্লোস ব্রেথওয়েট ও আয়ান আফজাল খান।
জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ১২৮ রান তুলে থেমে যায় মনট্রিলের ইনিংসের চাকা। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন সাকিব ও দিপেন্দ্র সিং। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে দিলপ্রিত সিংয়ের ব্যাট থেকে।
এসএ-০৪/২৭/২৩ (স্পোর্টস ডেস্ক)