৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। তবে ৫ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ম্যাচে সমতা আনে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র’য়ে শেষ হয় ম্যাচ।
নিউজিল্যান্ডের ডুনেডিনে প্রথমার্ধেই লিন্ডা মোটলহালো এবং থেম্বি কাগাতলানার গোলে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে ৭৪ মিনিটের মাথায় সোফিয়া ব্রাউনের দুর্দান্ত এক গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। তার ৫ মিনিট পরে রোমিনা নুনেজ গোল করলে সমতায় ফেরে আর্জেন্টিনা।
বিশ্বকাপে ৫ ম্যাচ খেলেও এখনও জয়ের মুখ দেখেনি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও সুইডেনের বিপক্ষে এগিয়ে ছিল দলটি। তবে শেষ মুহূর্তে গোল খেলে হার দেখতে হয় ২-১ ব্যবধানের।
এদিকে, চতুর্থবারের মতো এবার বিশ্বকাপে খেলতে নেমেছে আর্জেন্টিনা। তবে এখনো জয়ের মুখ দেখেনি তারা। ১১ বার খেলে ড্র করেছে ৩ ম্যাচ, হেরেছে ৮ ম্যাচ। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে তারা হারে ইতালির বিপক্ষে। এই গ্রুপে দুই ম্যাচ খেলে বর্তমানে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার ১ পয়েন্ট। আর ১টি করে ম্যাচ খেলা সুইডেন ও ইতালির পয়েন্ট ৩।
এসএ-০৫/২৮/২৩ (স্পোর্টস ডেস্ক)