অবসর শব্দটার সঙ্গে পরিচিত সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পর আবারো দলে ফেরার নজির আছে অনেক। অবসর ভেঙ্গে চলতি অ্যাশেজে মাঠে ফিরেছিলেন ইংল্যান্ডের মঈন আলি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন বেন স্টোকস।
তবে, সেবার বিশ্বকাপে জয়ের নায়ক স্টোকস ওয়ানডে থেকে অবসরে গেলেও আশা জাগিয়েছিলেন ভক্তদের মনে। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পর স্টোকস আভাস দিয়েছিলেন পরিস্থিতির চাহিদায় যেকোনো কিছুই ঘটতে পারে। ভারতের মাটিতে বসা ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাকে নিয়ে ভক্তদের মনে উঁকি দিয়েছিল আশার আলো।
তবে, অ্যাশেজের শেষ টেস্টের আগে সে গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। পরিস্কার করেছেন নিজের অবস্থান। ওয়ানডেতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। শুধু তাই নয়, অ্যাশেজ শেষেই ছুটিতে যেতে চান স্টোকস। ছুটি কাটানোর পাশাপাশি, দীর্ঘদিন ধরে ভুগতে থাকা হাঁটুর চোট সারাতে অস্ত্রপচারেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান।
স্টোকস বলেন, ‘আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার। অ্যাশেজ শেষে আমি ছুটিতে যাচ্ছি। আপাতত এতটুকুই আছে আমার ভাবনায়। আমার হাঁটুতে চোট রয়েছে। এটার একটা সমাধান করতে চাই। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তবে তখন সিরিজ চলমান থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমার মনে হয়, সময় বুঝে করে ফেলা উচিত। আমি আলোচনা করব, কী করলে কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়া বোলিং করতে পারব।’
অ্যাশেজের পর বেন স্টোকস ছুটিতে গেলে দ্য হান্ড্রেড সিরিজে পাওয়া যাবে না তাকে। এছাড়াও, ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের খেলা আছে ডিসেম্বরেও। হাঁটুর অস্ত্রোপচার করলে দীর্ঘদিনের জন্য স্টোকসে পাওয়া যাবে না দলে। তবে, ২০২৫ এ অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে নেতৃত্ব দিতে চান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
তিনি বলেন, ‘এবারের অ্যাশেজ জয়ের খুব কাছেই ছিলাম আমরা। আশা করছি, ২০২৫ এ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে।’
এসএ-১০/২৮/২৩ (স্পোর্টস ডেস্ক)