লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে এবার বাংলাদেশে আলোচনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। এর কারণ, টুর্নামেন্টটিতে এবার খেলবেন বাংলাদেশের একঝাঁক ক্রিকেটার। যদিও দল পেয়েও খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। খেলছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলামের মতো ক্রিকেটার।
এবারের টুর্নামেন্টে গল টাইটান্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুন। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন ব্যাটার তাওহীদ। আর শেষে মুহূর্তের ডাকে কলম্বো স্ট্রাইকার্সে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল।
রোববার রাত ৮টা থেকে শুরু হয়েছে ৫ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এলপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হয় হৃদয়ের জাফনা এবং শরিফুলের কলম্বো।
রাউন্ড রবিন লিগে খেলবে প্রত্যেকটি দল। দুইবার একে অপরের মুখোমুখি হবে দলগুলো। সেরা চার দল খেলবে প্লে-অফে। সেখানে কোয়ালিফায়ার-১ এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট। দ্বিতীয় কোয়ালিফায়ার ১৯ আগস্ট। ২০ আগস্টের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরটির।
লংকান লিগের সূচি
৩০ জুলাই-জাফনা কিংস বনাম কলম্বো স্ট্রাইকার্স-রাত ৮টা
৩১ জুলাই-গল টাইটান্স বনাম ডাম্বুলা অরা-বিকেল সাড়ে ৩টা
৩১ জুলাই-বি লাভ ক্যান্ডি বনাম কলম্বো স্ট্রাইকার্স-রাত ৮টা
০১ আগস্ট-ডাম্বুলা অরা বনাম জাফনা কিংস-বিকেল সাড়ে ৩টা
০১ আগস্ট-গল টাইটান্স বনাম বি লাভ ক্যান্ডি-রাত ৮টা
০৪ আগস্ট-বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা অরা-বিকেল সাড়ে ৩টা
০৪ আগস্ট-গল টাইটান্স বনাম জাফনা কিংস-রাত ৮টা
০৫ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম ডাম্বুলা অরা- বিকেল সারে ৩টা
০৫ আগস্ট-বি লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস-রাত ৮টা
০৭ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাইটান্স- বিকেল সারে ৩টা
০৭ আগস্ট-ডাম্বুলা অরা বনাম জাফনা কিংস-রাত ৮টা
০৮ আগস্ট-বি লাভ ক্যান্ডি বনাম গল টাইটান্স-বিকেল সাড়ে ৩টা
০৮ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম জাফনা কিংস-রাত ৮টা
১১ আগস্ট-ডাম্বুলা অরা বনাম গল টাইটান্স-রাত ৮টা
১২ আগস্ট-জাফনা কিংস বনাম বি লাভ ক্যান্ডি -বিকেল সাড়ে ৩টা
১২ আগস্ট-ডাম্বুলা অরা বনাম কলম্বো স্ট্রাইকার্স-রাত ৮টা
১৩ আগস্ট-জাফনা কিংস বনাম গল টাইটান্স-বিকেল সাড়ে ৩টা
১৩ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম বি লাভ ক্যান্ডি-রাত ৮টা
১৪ আগস্ট- বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা অরা- রাত ৮টা
১৫ আগস্ট-কলম্বো স্ট্রাইকার্স বনাম গল টাইটান্স-রাত ৮টা
এসএইচ-১৫/৩০/২৩ (স্পোর্টস ডেস্ক)