ব্রাজিল স্ট্রাইকারকে মাঠেই ঘুষি মেরেছেন আর্জেন্টাইন কোচ

হোর্হে সাম্পাওলি যেন দুদন্ড শান্তিতে থাকতেই পারছেন না। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা দলের কোচ সাম্পাওলি বর্তমানে আছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর দায়িত্বে। ফ্লামেঙ্গো ছেড়ে আতলেতিকো পারানায়েন্সে গিয়েই কদিন আগে সাম্পাওলিকে নিয়ে বিষোদগার করেছিলেন চিলি জাতীয় দলে সাম্পাওলির অধীনেই কোপা আমেরিকা জেতা মিডফিল্ডার আর্তুরো ভিদাল। এবার সাম্পাওলিকে অস্বস্তিতে ফেলেছেন ফ্লামেঙ্গোতে তারই সহকারী আর্জেন্টাইন কোচ পাবলো ফের্নান্দেস।

ফ্লামেঙ্গোতে সাম্পাওলির কোচিং স্টাফে ফিটনেস কোচ হিসেবে আছেন পাবলো। আজ তিনি বিতর্কের জন্ম দিয়েছেন মাঠে ফ্লামেঙ্গোরই ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রোকে ঘুষি মেরে।

ব্রাজিলিয়ান লিগে আজ আতলেতিকো মিনেইরোর মাঠে ২-১ গোলে জিতেছে ফ্লামেঙ্গো। ম্যাচের এক পর্যায়ে বেঞ্চে থাকা পেদ্রোকে ওয়ার্মআপের জন্য ডাকেন কোচ। পেদ্রো কিছুক্ষণ গা গরম করে এসে দেখলেন, সাম্পাওলি দলের অন্য দুই ফরোয়ার্ড লুইস আরাউহো এবং এভারতন সেবোলিনিয়াকে বদলি নামাচ্ছেন। হতাশ পেদ্রো আবার বেঞ্চে গিয়ে বসে পড়েন। প্রসঙ্গত, এ বছরে ২৩ গোল নিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা পেদ্রো গত এপ্রিলে সাম্পাওলি দায়িত্ব নেয়ার পর থেকেই সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না।

আরাউহো ও সেবোলিনিয়াকে নামানোর পরও একজন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ ছিল সাম্পাওলির। সে জায়গায় ফিলিপে লুইসের বদলে থিয়াগো মাইয়াকে নামান ফ্লামেঙ্গো কোচ।

কিন্তু তাকে নামানো না হলেও গা গরম করেও পেদ্রো কেন বসে পড়েছেন বেঞ্চে, এ নিয়ে ক্ষুব্ধ হয়ে গেলেন সাম্পাওলির সহকারী পাবলো ফের্নান্দেস। আর্জেন্টাইন এই ফিটনেস কোচ এ নিয়ে ম্যাচ শেষ হতেই ড্রেসিংরুমের পথে পেদ্রোকে আটকে ব্যাখ্যা চান। ম্যাচের পর ম্যাচ এভাবে ঠিকমতো খেলার সুযোগ না পাওয়াকে তার প্রতি অসম্মান জানিয়ে পেদ্রো নিজের হতাশা ব্যক্ত করেন। এ নিয়ে কথা চালাচালির এক পর্যায়ে পেদ্রোর মুখে ঘুষি মারেন পাবলো!

ঘটনা সেখানেই শেষ নয়। পেদ্রোও ছেড়ে দিচ্ছেন না বলেই জানা গেছে। মিনেইরো থেকে ক্লাবে ফেরার আগে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানানোর কথা কাতার বিশ্বকাপে নেইমারদের সঙ্গে খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ক্লাবে ফেরার পর মেডিক্যাল টেস্টও হওয়ার কথা তার।

এর মধ্যে টুইটারে পোস্ট করে পুরো ঘটনা সবাইকে জানিয়ে দিয়েছেন পেদ্রো। ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিখেছেন, ‘এখানে আমি গত কয়েক ম্যাচে আমি যে খুব অল্প কিছু মিনিট খেলার সুযোগ পাচ্ছি, সে নিয়ে লিখতে পারতাম। কিন্তু আজ যেটা হয়েছে সেটা মাঠে ঘটে যাওয়া যেকোনো কিছুর চেয়েও গুরুতর। সাম্পাওলির কোচিং স্টাফের একজন পাবলো ফের্নান্দেস ব্যাখ্যাতীতভাবে, কোনো কারণ ছাড়াই আমার মুখে ঘুষি মেরেছেন।’

পাবলোর এমন আচরণকে কাপুরুষতা জানিয়ে পেদ্রো লিখেছেন, ‘কেউ যদি শারীরিকভাবে আক্রমণ করাকেই নিজের অধিকার মনে করে, তাহলে তাকে সম্মান দেয়ার কিছু থাকে না। ফ্লামেঙ্গোতে অনেক ভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে গেছি, তবে আজ যা ঘটেছে তার সঙ্গে কিছুর তুলনা চলে না। যিনি কিনা ২০২৩ সালে এসেও ভাবতে পারেন যে শারীরিক আগ্রাসন কোনো সমস্যার সমাধান হতে পারে, তাকে ইশ্বর করুণা করুন। যীশুকে ধন্যবাদ আমাকে আঘাত সয়েও শান্ত থাকার ধৈর্য দেয়ার জন্য। আমার বাবা-মাকে ধন্যবাদ আমাকে সঠিক শিক্ষা দেয়ার জন্য।’

এসএইচ-১৮/৩০/২৩ (স্পোর্টস ডেস্ক)