আর্জেন্টিনার পতনের দিনে বিদায় নিল ব্রাজিলও

গ্রপপর্বের প্রথম ২ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে বুধবার জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিলের মেয়েরা। পরের পর্বে যেতে এদিন জয়ের বিকল্প ছিল না সেলেসাওদের। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মাঠে নামা জ্যামাইকা হার এড়াতে পারলেই উঠে যাবে পরের পর্বে। এমন সমীকরণের ম্যাচে শেষ হাসি হাসল জ্যামাইকাই। প্রতিবেশী আর্জেন্টিনার মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

তুলনামূলক খর্বশক্তির দল জ্যামাইকার বিরুদ্ধে এদিন দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। এই ম্যাচে প্রথম থেকেই খেলানো হয় নারী এবং পুরুষ মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক মার্তাকে। তবে ভাঙতে পারেননি জ্যামাইকার রক্ষণ।

এই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ ছিলেন ব্রাজিলের হয়ে আসরের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা বোর্জেস। তবে দ্বিতীয়ার্ধে মার্তা কয়েকবার আক্রমণ শানানোর চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার ও ব্রাজিলকে।

জ্যামাইকা যে এই বিশ্বকাপে দারুণ কিছু করতে যাচ্ছে সেই আভাস মিলেছিল প্রথম ম্যাচেই। শক্তিশালী ফ্রান্সকে রুখে দিয়ে। দ্বিতীয় ম্যাচে পানামাকে হারিয়ে দিয়ে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করে দলটি। শেষ ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়ে ইতিহাসই তৈরি করল দলটি। এদিকে, প্রথম ম্যাচে জ্যামাইকা রুখে দিলেও পরের দুই ম্যাচে ব্রাজিল ও পানামাকে হারায় ফ্রান্স। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ড নিশ্চিত করল দলটি।

ব্রাজিলের বিদায়ের কয়েক ঘণ্টা আগেই বিদায় নিশ্চিত হয়ে আর্জেন্টিনার। সুইডেনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পাশাপাশি এখনো জয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হলো দলটি।

৩৬ বছরের খরা কাটিয়ে গত বছর কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনার পুরুষ ফুটবল দল। তবে হতাশ করেছে দেশটির নারী ফুটবল দল। এ বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপে কোনো জয় না নিয়েই গ্রুপপর্ব থেকে বিদায় নিল দলটি।

এর আগে, তিনটি বিশ্বকাপ আসরে অংশ নিয়েও জয় পায়নি আর্জেন্টিনা। তাই তাদের চাওয়া ছিল অন্তত একটি জয়। তবে প্রথম ম্যাচেই ইতালির বিপক্ষে হেরে বসে দলটি। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করায় তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না আলবিসেলেস্তেদের। এমন ম্যাচে জয়হীন থেকে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেল আর্জেন্টিনা।

৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের সবার নিচের দল আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে গ্রুপসেরা সুইডেন। গ্রুপের আরেক ম্যাচে এদিন ইতালির নারীদের ৩-২ গোলে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ফলে ৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল তারা। আর ১ জয়ে ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট হতে হয় আজ্জুরি নারীদের।

এদিন ম্যাচের প্রথমাধ্যে সুইডেনের রক্ষণে বেশ কয়েকবার হানা দেয় আর্জেন্টিনার নারীরা। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। তবে, দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে চেপে ধরে সুইডেন। র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানের দলটির কাছে অসহায় আত্মসমর্পণ করে আর্জেন্টিনা। ৬২ মিনিটে সুইডেনকে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। শেষদিকে একাধিক খেলোয়াড় পরিবর্তন করে ম্যাচে ফেরার চেস্টা করলেও শেষদিকে উল্টো পেনাল্টি দিয়ে বসে আলবিসেলেস্তারা। এলিন রুবেনসেন স্পট কিক থেকে নিখুঁত লক্ষ্যভেদে দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন।

এসএইচ-০৬/০২/২৩ (স্পো্টস ডেস্ক)