১৯৯৫-৯৬ মৌসুমে নিজ শহরের ক্লাব পার্মার হয়ে ক্লাব ফুটবলের সিনিয়র দলে যাত্রা শুরু করেন জিয়ানলুইজি বুফন। সেই ক্লাবের হয়েই ক্যারিয়ারের ইতি টানলেন ৪৫ বছর বয়সী ইতালিয়ান এই গোলকিপার।
প্রায় তিন দশকের ক্যারিয়ারে বিশ্বকাপসহ অসংখ্য ট্রফি জিতেছেন বুফন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০টি সিরিএ জিতেছেন তিনি। এছাড়া লিগ ওয়ানের একটি শিরোপাও আছে তার অর্জনে। ব্যক্তিগত ট্রফির মধ্যে আছে, ১৩ বার সিরিএ’র বর্ষসেরা গোলকিপারের অ্যাওয়ার্ড।
নিজের বিদায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বুফন লিখেছেন, ‘এই তো শুভানুধ্যায়ীরা! আপনারা আমাকে সব দিয়েছেন। আমিও আপনাদের সব দিয়েছি। আমরা একসঙ্গে সব করেছি।’
বুফনকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা গোলকিপার হিসেবে। গত শতকের নব্বইয়ের দশকের শেষদিকেই পার্মার হয়ে খেলার সময় গোলকিপার হিসেবে সাড়া ফেলে দেন বুফন। পরে ২০০১ তখনকার রেকর্ড ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। তুরিনের ‘ওল্ড লেডি’দের হয়ে খেলেছেন একটানা ১৭ বছর। ক্লাবটির হয়ে ১০টি সিরিএ ছাড়াও জিতেছেন ৫টি কোপা ইতালিয়া, ৬টি সুপারকোপা ইতালিয়া। এছাড়াও ৩ বার পৌঁছেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
জুভেন্টাসের হয়ে টানা ১৭ বছর খেলার পর ১ মৌসুমের জন্য ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন বুফন। পরে ২০১৯ সালে আবারও ফেরেন ‘ওল্ড লেডি’দের দলে। সেখানে ২ মৌসুম কাটিয়ে ২০২১ সালে যোগ দেন পার্মায়। এই ক্লাবটি থেকেই নেন অবসর।
ক্লাব লেভেলে ১ হাজারেরও বেশি ম্যাচ খেলেছেন বুফন। ইতালিকে ২০০৬ সালের বিশ্বকাপ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। ইতালির হয়ে সর্বমোট ১৭৬ ম্যাচ খেলেছেন এই তারকা।
এসএইচ-১১/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)