কাল জানা যেতে পারে নতুন অধিনায়কের নাম

এশিয়া কাপের সময় ঘনিয়ে এলেও এখনো ঘোষণা করা হয়নি টাইগারদের অধিনায়কের নাম। এশিয়া কাপের পর বিশ্বকাপ থাকায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনার ইস্যু থাকছে বিসিবি’র। পাশাপাশি ধোঁয়াশার মধ্যেই আছে লাল-সবুজদের স্কোয়াড। তবে মঙ্গলবার বোর্ড সভা শেষে জানা যেতে পারে অধিনায়কের নাম।

এশিয়া কাপের স্কোয়াড কিংবা অধিনায়ক ইস্যু; পুরোটাই যেন পিচ কাভারের মতোই ঢাকা পড়ে আছে বিসিবিতে। ফিটনেস ক্যাম্পে অনেকটা মাঠ কর্মীদের নিরলস পরিশ্রমের মতো নিজেদের পরিচর্যায় ব্যস্ত ক্রিকেটাররা।

অথচ বিসিবি বসের বেঁধে দেয়া ৪-৫ দিনের মধ্যে নতুন অধিনায়ক ঘোষণার চতুর্থ দিন পেরিয়ে গেলেও, এখনও জানা যায়নি সেই নাম। তবে বিসিবি’র একটি সূত্র বলছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেলেও এখন কেবল ঘোষণার অপেক্ষা। এক বছর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন লাল ও সাদা বলে আলাদা অধিনায়ক চান সাকিব আল হাসান।

নাজমুল হাসান পাপন বলেন, সাকিব কখনো নিজে কোনোটার (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) অধিনায়ক হতে চায় এমনটি বলেনি। তবে ও (সাকিব) বলেছে যে, সাদা ও লাল বলে আলাদা অধিনায়ক হলে ভালো হয়।

টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটে নেতৃত্বের ভার সাকিবের কাঁধে। এখন ওয়ানডের দায়িত্বও যদি এই অলরাউন্ডার নেন তবে নিজের পরামর্শের সাথে সাংঘর্ষিক হয় কি-না, তা হয়তো সময়ই বলে দেবে। অধিনায়কত্বের মতোই ধোঁয়াশায় আছে টাইগারদের ওপেনিং জুটি ও ৭ নম্বর পজিশন। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স বিবেচনায় ওপেনিংয়ে এগিয়ে থাকবেন তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ। আর সাতে উজ্জ্বল সম্ভাবনা শেখ মেহেদী ও সৌম্য সরকারের।

এসএইচ-০৪/০৭/২৩ (স্পো্টস ডেস্ক)