নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। দুই দলের জন্যই ম্যাচটি আনুষ্ঠানিকতার।

সুপার ফোরে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। কলম্বোয় তিন দিন ছুটির পর ভারত ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন করেছেন টাইগাররা। দলের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিবও। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা করছেন টাইগার দলনেতা। ছিল বৃষ্টির বাঁধাও।

এদিকে, প্রথম দুই জয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। ফাইনালে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তাই কাপ জয়ের ম্যাচের আগে কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার পরিকল্পনা ভারতের। দু’দলের জন্য ম্যাচটি নিয়ম রক্ষার।

ওয়ানডেতে ৩৯ বারের দেখায় ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় আছে মাত্র ৭ ম্যাচে। এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ভারতের জয় ১৩ ম্যাচে, বাংলাদেশ জিতেছে মাত্র একবারই। ২০১২ সালে মিরপুরে ওয়ানডে ফরম্যাটের সেই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল সাকিব-তামিমরা। ৩১ বলে ৪৯ রান করে সাকিব হয়েছিলেন ম্যাচসেরা।

তবে সেই জয়ের পর কেটে গেছে প্রায় এক যুগ। শুক্রবারের ম্যাচে কি এশিয়া কাপে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পাবে বাংলাদেশ? নাকি টাইগারদের জন্য পুরো এশিয়া কাপটাই হয়ে থাকবে নিয়ম রক্ষার?

এসএইচ-০৩/১৫/২৩ (স্পোর্টস ডেস্ক)