ভারত ও শ্রীলংকার ফাইনালের মাধ্যমে শেষ হয়েছে এশিয়া কাপ। পেসার মোহাম্মদ সিরাজের তোপে লংকানদের ১০ উইকেটে উড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো শিরোপা জিতেছে ভারত। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্ট উপলক্ষে একটি একাদশ দিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ওয়েবসাইটটির করা এই একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় রাখা হয়েছে চ্যাম্পিয়ন দল ভারত থেকে। মোট ৬ খেলোয়াড়কে চ্যাম্পিয়ন দলের থেকে রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ খেলোয়াড় রাখা হয়েছে রানার্স আপ শ্রীলংকা হতে। আর সুপার ফোরে খেলা অপর দুই দল পাকিস্তান ও বাংলাদেশ থেকে রাখা হয়েছে ১ জন করে। বাংলাদেশ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ইএসপিএনের এই একাদশে। একাদশে কারা আছেন এবং এশিয়া কাপে তাদের পারফরম্যান্স কেমন ছিল সেটি আমাদের সময়ের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শুভমান গিল (ভারত)
৬ ইনিংসে ৩০২ রান; গড়: ৭৫.৫০, স্ট্রাইকরেট: ৯৩.৪৯, ব্যক্তিগত সর্বোচ্চ: ১২১
রোহিত শর্মা (ভারত)
৫ ইনিংসে ১৯৪ রান; গড়: ৪৮.৫০, স্ট্রাইকরেট: ১০৭.৭৭, ব্যক্তিগত সর্বোচ্চ: ৭৪
কুশল মেন্ডিস (শ্রীলংকা)
৬ ইনিংসে ২৭০ রান; গড়: ৪৫, স্ট্রাইকরেট: ৮৫.৭১, ব্যক্তিগত সর্বোচ্চ: ৯২
লোকেশ রাহুল (ভারত)
৩ ইনিংসে ১৬৯ রান; গড়: ৮৪.৫০, স্ট্রাইকরেট: ৮৯.৪১, ব্যক্তিগত সর্বোচ্চ: ১১১, আটটি ডিসমিসাল
চারিথ আসালঙ্কা (শ্রীলংকা)
৬ ইনিংসে ১৭৯ রান; গড়: ৪৪.৭৫, স্ট্রাইকরেট: ৭৪.২৭, ব্যক্তিগত সর্বোচ্চ: ৬২; বল হাতে ৪ উইকেট
সাকিব আল হাসান (বাংলাদেশ)
৫ ইনিংসে ১৭৩ রান; গড়: ৪৩.২৫, স্ট্রাইকরেট: ৯৭.১৯, ব্যক্তিগত সর্বোচ্চ: ৮০; বল হাতে ৩ উইকেট
হার্দিক পান্ডিয়া (ভারত)
২ ইনিংসে ৯২ রান; গড়: ৪৬, স্ট্রাইকরেট: ৮৫.১৮, ব্যক্তিগত সর্বোচ্চ: ৮৭, বল হাতে ১১.৩৩ গড়ে ৬ উইকেট
দুনিথ ভেল্লালাগে (শ্রীলংকা)
৬ ইনিংসে ১০ উইকেট; গড়: ১৭.৯০, ইকোনমি: ৪.২৬, সেরা বোলিং: ৫-৪০; ব্যাট হাতে ৫ ইনিংসে ৮৬ রান
শাহীন আফ্রিদি (পাকিস্তান)
৫ ইনিংসে ১০ উইকেট; গড়: ২৩.৫০, ইকোনমি: ৫.৭৩, সেরা বোলিং: ৪-৩৫
কুলদীপ যাদব (ভারত)
৪ ইনিংসে ৯ উইকেট; গড়: ১১.৪৪, ইকোনমি: ৩.৬১, সেরা বোলিং: ৫-২৫
মোহাম্মেদ সিরাজ (ভারত)
৪ ইনিংসে ১০ উইকেট; গড় ১২.২০, ইকোনমি: ৪.৬৩, সেরা বোলিং: ৬-২১
এসএইচ-১৫/১৮/২৩ (স্পোর্টস ডেস্ক)