শিরোনাম দেখে খটকা লাগছে? হ্যাঁ, অন্তত আজকের জন্য বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ (শুক্রবার) শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় ম্যাচটিতে টিম টাইগার্সের নেতৃত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আসামের গুয়াহাটিতে দল দুটি মুখোমুখি হয়েছে।
বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিও বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে এসব পার করে এখন বাংলাদেশের নজর মাঠের ক্রিকেটে।
বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
এসএ-১০/০৯/২৯(স্পোর্টস ডেস্ক)