পুরোপুরি ফিট হয়ে সাকিব মাঠে নামবেন যেদিন

বিশ্বকাপ শুরু আগেই সাকিব আল হাসানের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল টিম ম্যানেজমেন্টের কপালে সেটি বলার অপেক্ষা রাখে না। গোড়ালির চোটের কারণে বাঁহাতি এই অলরাউন্ডার খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি। শঙ্কায় রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামা নিয়েও।

তবে শঙ্কার কালো মেঘ অবশেষে কেটে গেছে। বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচ থেকেই সাকিবকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শনিবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সুজন জানান সাকিবের চোট মোটেও গুরুতর না। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে সতর্কতাবশত বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। প্রস্তুতি ম্যাচে না খেললেও বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে দেখা যাবে বাঁহাতি এই অলরাউন্ডারকে।

সুজন বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে । তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’

৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি।

এসএ-০৯/০৯/৩০(স্পোর্টস ডেস্ক)