বিশ্বকাপের আগে বিশাল চাপ। এরমাঝেই আইসিসির উদ্যোগে অন্যরকম এক দিন পার করেছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ের আগে মিডিয়া ডে বেশ ভালোই কেটেছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মূল খেলার আগে টাইগার ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছেন, সেটাই অন্তত প্রকাশ পেয়েছে মিডিয়া ডে’র কার্যক্রমে।
গতকাল সোমবার বাংলাদেশের মিডিয়া ডে’র ছোট্ট এক ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে দেখা গিয়েছে তাদের হালকা রসিকতার ছাপ। উপস্থাপনায় ছিলেন স্পিনার নাসুম আহমেদ।
ভিডিওর শুরুতে নাসুম যান মেহেদী হাসান মিরাজের কাছে। ভারতে খেলা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে।’
মিরাজের কথা বলার সময় তাকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত। ‘সে আমাদের সহ-অধিনায়ক…’ বলে কথা বলতে শান্তকে মাইক্রোফোনের সামনে আনতে চাইলেও পারেননি মিরাজ।
তখন চা পান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নাসুম উপস্থাপকের ভূমিকা নিয়ে তার কাছে যান। জানান, রিয়াদকে চা বানিয়ে খাওয়ান তিনিও। নাসুমের চা ‘যেকারো চেয়ে ভালো’ স্বীকৃতি দেন রিয়াদ।
এরপর ভারতে খেলার অভিজ্ঞতা জানিয়ে রিয়াদ বলেন, ‘ভারত আমাদের দ্বিতীয় ঘরের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পারাটা ভালো ব্যাপার। ’ ভিডিওর শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে নাসুম গেলে তিনি অবশ্য হাসতে হাসতে বলেন, ‘আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই।
এসএ-০২/১০/০৩(স্পোর্টস ডেস্ক)