চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। সেই সেঞ্চুরির রেশ কাটতে না কাটতেই ব্যাক টু ব্যাক নাইট ওয়াচম্যান হিসেবে তিনে নামা রাচিন রবীন্দ্রও হাঁকিয়ে বসেছেন অনাবদ্য এক সেঞ্চুরি।
৮২ বলে রবীন্দ্র হাঁকিয়েছেন দুর্দান্ত সেই সেঞ্চুরিটি। যেখানে ছিল তার ৯টি চার ও দুটি ছক্কার মার।
ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় স্কোরবোর্ডে ১০ রান তুলতেই মাঠ ছাড়েন ওপেনার উইল ইয়ং। তার বিদায়ের পর মাঠে নামেন কিউই স্পিনার রাচিন রবীন্দ্র।
নাইটওয়াচ ম্যান হিসেবে নেমে কনওয়ের আগেই ৩৬ বলে রবীন্দ্র তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।
ফিফটি হাঁকিয়ে রানের ক্ষুধাটা যেন বেড়ে যায় রবীন্দ্রের। সে কারণেই মারকুটে ভূমিকায় অবতীর্ণ হয়ে ৮২ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বাগিয়ে নেন তিনি।
এর মাধ্যমে নিজের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
এসএ-০৯/১০/০৫(স্পোর্টস ডেস্ক)