আফগানদের বিপক্ষে নামার আগে মিরাজের আবেগঘন স্ট্যাটাস

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মহারণ দিয়ে শুরু হয়েছে ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৃহস্পতিবার (৫ অক্টোবর) উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হেসেখেলে উড়িয়ে স্বস্তির জয় ভাগিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

এদিকে শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে বৈশ্বিক এই আসরে প্রথম ম্যাচ বাংলাদেশের। বাংলাদেশ সময় বেলা ১১টায় ধর্মশালায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা।

সাম্প্রতিক সময়ে লাল-সবুজের জার্সিতে অন্যতম আস্থার নাম মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনে চেষ্টা করছেন নিজের সেরাটা নিঙড়ে দেওয়ার। আর ক্রিকেট বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে রশিদ-নবিদের বিপক্ষে নামার আগে মিরাজ স্মরণ করলেন তার প্রথম ক্রিকেট শিক্ষক মো. আল মাহমুদকে।

২০১৬ সালে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় এই অলরাউন্ডারের। তবে এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে নৈপুণ্যে দেখিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-১৯ দলে। সেখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম টাইগার্সদের নেতৃত্বও দিয়েছিলেন এই স্পিন অলরাউন্ডার। তবে ক্রিকেটে সাফল্য প্রাপ্তির আগে নানান টানাপোড়নের গল্পও আছে এই ক্রিকেটারের।

ক্রিকেটীয় ক্যারিয়ারের শুরুতে স্থানীয় কোচ আল মাহমুদের নজরে পড়েছিলেন মিরাজ। সে সময়ে খুলনার খালিশপুরে কাশীপুর ক্রিকেট একাডেমির কোচ ছিলেন মাহমুদ। এই কোচই মিরাজকে কোচিংয়ের পাশাপাশি খেলার সরঞ্জামাদি দিয়ে সহায়তা করেছিলেন। যে কারণে বিশ্বমঞ্চে ব্যস্ততার পাশাপাশি ক্রিকেটের প্রথম শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এই অলরাউন্ডার।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরাজ লেখেন, আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যার হাত ধরে, তিনি ‘মো. আল মাহমুদ’। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যার হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।

এই অলরাউন্ডার আরও লেখেন, বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আল মাহমুদসহ আমার অন্যান্য সব কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমাকে সহায়তা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।

এসএ-০৪/১০/০৬(স্পোর্টস ডেস্ক)