সন্তানের বাবা হলেন নেইমার

ইউরোপের ক্লাব ছেড়ে সৌদি আরবের ফুটবলে নৈপুণ্য দেখালেও কাঙ্ক্ষিত গোল পাচ্ছিলেন না নেইমার জুনিয়র। সর্বশেষ ম্যাচে আল-হিলালের হয়ে গোলের খাতা খুলেছেন তিনি। এরই মাঝে ভক্তদের দারুণ সুসংবাদ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন সেলেসাও তারকা। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কোল জুড়ে এই সন্তান পৃথিবীর আলো পেয়েছেন।

আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন নেইমার। যেখানে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

অন্যদিকে, গত কয়েকদিন আগে নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের দাবি তোলেন। ঘটনাটি প্রকাশ্যে আসায় বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার।

এসএ-০৮/১০/০৭(স্পোর্টস ডেস্ক)