বিশ্বকাপে এক ম্যাচ জিতেই সুখবর পেল বাংলাদেশ

এশিয়া কাপে বাজে পারফর্ম করায় র‍্যাংকিংয়ে একধাপ পিছিয়ে আটে নেমেছিল বাংলাদেশ। সেই আসরের ফাইনাল খেলা শ্রীলঙ্কা ছিল সাতে। এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরেছে, অন্যদিকে বাংলাদেশ জিতেছে। ফলে লঙ্কানদের পেছনে ফেলে আবারও সাত নম্বরে ওঠেছে বাংলাদেশ।

আজ রোববার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯১।

গতকাল (শনিবার) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ ৪৭ রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। ৩টি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এই জয়ের প্রভাব পড়েছে টাগারদের র‍্যাংকিংয়েও।

এদিকে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে দুইয়ে-রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান।

১১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৮ পয়েন্ট নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা। আর ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।

এসএ-০৪/১০/০৮(স্পোর্টস ডেস্ক)