বিশ্বকাপ মানেই যেন রেকর্ড ভাঙাগড়ার মঞ্চ। ভারতের মাটিতে চলমান ক্রিকেট বিশ্বকাপেও শুরু হয়েছে সেই উৎসব। প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত পারফর্মের ঝলক দেখা গেলেও নতুন কোন রেকর্ড দেখেনি ক্রিকেট বিশ্ব। আফগানদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে অবশ্য রেকর্ড ছিল। সবচেয়ে বেশি উইকেট শিকারী স্পিনারের তালিকায় উপরে উঠে এসেছিলেন সাকিব।
বিশ্বকাপের চতুর্থ ম্যাচে বেশ কিছু নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। এবার ৫ম ম্যাচে এসে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের দিনে নিজের কীর্তিতে কিছুটা অন্তত স্বস্তি পেতে পারেন এই অজি ক্রিকেটার।
বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড এতদিন নিজেদের দখলে রেখেছিলেন ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং এবিডি ভিলিয়ার্স। ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই দুজন রেকর্ড ১ হাজার রান করতে সময় নিয়েছিলেন ২০ ইনিংস। রবিবারের ম্যাচে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ওয়ার্নার। নিজের ১৯তম বিশ্বকাপ ইনিংসে করেছেন ১ হাজার রান।
এই তালিকায় চতুর্থ এবং ৫ম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস এবং ভারতের সৌরভ গাঙ্গুলি।
৪১ রান করে আউট হওয়া ওয়ার্নার বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও কিছুটা উপরে উঠে এসেছেন আজকের ইনিংসের পর। ভিরাট কোহলি, ভিভ রিচার্ডসদের পেছনে ফেলে তিনি এখন আছেন তালিকার ১৭তম স্থানে।
এসএ-০৬/১০/০৮(স্পোর্টস ডেস্ক)