রিজওয়ান-বাবরে শতরান পার করলো পাকিস্তান

একদিকে লক্ষ্য উইকেটে টিকে থাকা, অপরদিকে লক্ষ্য রানের চাকার গতি বাড়ানো। এমন সম্পূর্ণ দ্বিমুখী লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তান।

২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেটের খরচায় ১০৩ রান। ৩০ রানে উইকেটে রয়েছেন বাবর আজম। তাকে অপরপ্রান্ত থেকে ১৬ রানে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের চেপে ধরা বোলিংয়ে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার ইমাম-উল হক ও আবদুল্লাহ শফিক।

ইনিংসের অষ্টম ওভারে আবদুল্লাহ শফিক শিকার হয়ে ফেরেন মোহাম্মদ সিরাজের। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৪ বলে ২০ রান।

এরপর ইমামকে নিয়ে রানের চাকা সচল রাখার মিশনে নামেন অধিনায়ক বাবর আজম। কিন্তু ভারতের চেপে ধরা বোলিংয়ে উইকেটে টিকে থাকতেই বেশি মরিয়া থাকতে হয় তাদের।

পাওয়ার প্লের ১০ ওভারে পাকিস্তানের এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৪০ রান।

দলীয় ৭৩ রানে ব্রেক থ্রু আসে হার্দিক পান্ডিয়ার হাত ধরে। ইমামকে তিনি মাঠছাড়া করেন ৩৮ বলে ৩৬ রানে।

এরপর বাবর দলকে এগিয়ে নেওয়ার মিশনে নামেন মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন দুজন মিলে।

এসএ-০১/১০/১৪(স্পোর্টস ডেস্ক)