ভারতের জয়, ব্যর্থতার ষোলকলা পাকিস্তানের

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিতই থেকে গেল ভারত। আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কোনো পাত্তা না দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের রেকর্ড ধরে রাখল রোহিত শর্মার দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার বাবর আজমদের বিপক্ষে হেসেখেলে ৭ উইকেটের জয় পেলো তারা।

ওয়ানডে বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই মোকাবিলায় প্রত্যেকবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তাতে ১৯১ রানেই থেমে যায় বাবরদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন খারাপ হয়নি পাকিস্তানের। ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক মিলে যোগ করেন ৪১ রান। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়ার নায়ক শফিক এই ম্যাচেও টাইমিং খুঁজে পাচ্ছিলেন ভালোভাবেই। তবে তাকে ২০ রানের বেশি করতে দেননি মোহাম্মদ সিরাজ। শফিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রথম আঘাতটা হানেন মোহাম্মদ সিরাজ।

সিরাজের দেয়া ধাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠছিল পাকিস্তান। তবে এবার আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা ইমাম উল হককে ৩৬ রানে সাজঘরের পথ দেখান এই মিডিয়াম পেসার।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ানও ফিরতে পারতেন ১ রান করেই। তবে ভাগ্য ভালোভাবেই সহায় হয়েছে তার। রবীন্দ্র জাদেজার বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এরপর বাবর-রিজওয়ান ব্যাটিং করেছেন বেশ স্বাচ্ছন্দে। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে ভারতীয় বোলারদের ঘাম ছুটিয়েছেন তারা। ৭টি চারের মারে ৫৭ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলেই আউট হন বাবর।

বাবর ফেরার পর দ্রুত সময়ের ব্যবধানে সাউদ শাকিলকে ফেরান কুলদীপ যাদব। একই ওভারে ইফতিখার আহমেদকেও ফেরান কুলদীপ। বিপর্যয়ের ষোলকলা পূর্ণ হয় সেট ব্যাটার রিজওয়ানের বিদায়ে। ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে জসপ্রিত বুমরাহর দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এক ওভার পর আবারও বোলিংয়ে এসে শাদাব খানকে ফেরান বুমরাহ।

৪০তম ওভারে মোহাম্মদ নেওয়াজ ফেরেন হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ হয়ে। পরের ওভারের প্রথম বলে আউট হন হাসান আলী। জাদেজার বলে হারিস রউফ এলবিডব্লিউ হয়ে ফিরলে ১৯১ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ভারতের হয়ে এদিন শুধু উইকেট পাননি শার্দুল ঠাকুর। বাকি পাঁচ বোলারের সবাই দুটি করে উইকেট পেয়েছেন।

এসএইচ-১৮/১৪/২৩ (স্পোর্টস ডেস্ক)